বর্ষাফুল ও অন্যান্য কবিতা – হোসেন দেলওয়ার

By Published On: April 29, 2024

.
বেহালা বাদক অন্ধ হলে ক্ষতি নেই কারো!
যেই তারে হাত ছিল তোর
ঐটা ছিল ভুল!

হয়তো বেখেয়ালে ধরেছিলে
অবসন্ন কোনো হাত,
দশটি আঙ্গুল

২২.০৪.২০২৪

২.
হিমাঙ্কের নীচে
পাখিদের মৌনভাষা-

তুতেন খামেন,
এ শহর পুড়ে যাচ্ছে রোদে!
২২.০৪.২০২৪

৩.
যতটা ভেবেছি রুবি পান্না
তার চেয়ে বেশি আলো,

মৌরি ফুল নিঃসঙ্গ হবার রাতে সবচেয়ে বেশি ফোটে।

তিন তাসের খেলায়
কেউ জেতে
কেউ ইচ্ছে করে হেরে যায়—
বস্তুতঃ দলিল লেখক সবচে শক্তিমান
পৃথিবীর পরিধিরেখায়
মানুষের ভাগ্য লেখে!

২২.০৪.২০২৪

৪.
হাওয়া ঘুরে গেছে,
রোদের কীতীব্র অহমিকা—
আমাদের যৌথ খামারের ঘুমে
বর্ষা ফিরে যায় মেষ পালকের সাথে।
কোথাও আশ্চর্য সরোবর নেই, শীত-ভ্রান্তি দূর হবে!

২২.০৪.২০২৪

৫.
সমাধি বৃক্ষের পাশে ধূসর ফুলের পাকুড়ের বন
পাথরের মন জানে আজ বৃষ্টির বারিষ ফোটা দিন
আজ অলস কার্পাস ফেটে খুলে যাবে মেঘের ঝরোকা
ও ময়ূর তোমার পেখম দেখে বুনোহাঁস উড়া ভুলে গেছে।

কতো পথ ফেলে আসি বিহঙ্গ গহীনে
তুমি কি ফোটাও ফুল হাওয়া-সরোবরে

অ্যালবাট্রস-ডানা, তুমি নাও পৃথিবীরভার
আর দেখো চুপিচুপি,

যত ফুল ফোটে তার চেয়ে বেশি পাতা ঝরে বসন্ত বিরহে!

০৩.০৪.২০২৪

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Nandik Shop