নাট্যকর্মীদের আন্দোলনে সাড়া দিয়ে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার অভিনয় নিয়ন্ত্রণ আইনটি তুলে দেয় এবং সেই সাথে আমাদের প্রধান দাবী ছিল আধুনিক মঞ্চ নির্মাণ করে নাটকের অবকাঠামো নির্মাণ করার। বিষয়টি সামনে চলে আসে যার ফলে ঢাকায় দুটি মঞ্চ নির্মিত হয়। মহিলা সমিতি ও গাইড হাউজ থেকে নাটক শিল্পকলা একাডেমি চত্বরে চলে আসে। বিশ্ববিদ্যালয়গুলিতে নাট্যকলা বিভাগ খোলা হয় এখনও সে প্রক্রিয়া চলছে।
-আরও পড়ুন :
https://nandik.org/crisis-of-patronage-in-cultural-practice-mamunurrashid/