জীবন কি এই
যা দিয়েছিলে
কথাদের ভীড়ে
সময়ের ফাঁদে
সব ভুলে গেলে;
দেখা না দেখার
বিয়োজন সেরে
সে-ই ফাল্গুনে
অদেখা শ্রাবণে
তুমি আর আমি
মিলি নি যেখানে!
জীবন কি এই?
তুমি গান শোনো
আমি জেগে থাকি
খুব ভোরে উঠে
পুরোনো মেঝেতে
ইতিউতি খুঁজে;
দেখি ফিরে এসে -
আমি নেই ঘরে;
প্রগতির পথে
পার হয়ে এসে
বালি মাখা হাতে
অভিমান ধুয়ে
শাক রুটি খেয়ে
কবিতা মাখানো!
জীবন কি এই?
খুব ভুল হলে
কথার মোড়কে
ফিন পাখি হয়ে
শেষের বিকেলে
জুঁই ঝরে গেলে-
আর আসবে না!
ছায়ার গভীরে
খয়েরি আদরে;
স্মরিত সাগরে
আমোদ ভাসিয়ে
যা বলেছিলে---
ভালোবাসা ভুলে
তা-ও নিয়ে গেলে;
তোমার বদলে
যা দিয়ে গেলে
সেও এক সাথি
শীতের সারথী
ছোট এক পাখি
জীবন কি এই?
যা লিখে দিতে
হাতের তালুতে
জীবন কি এই?
যা কিছু আমার
নেই করে দিয়ে
ফিরে যেতে ঘরে
চোখের কোটরে
দৃষ্টি গুছিয়ে
আবছায়া ছুঁয়ে
আমিও ঘুমিয়ে!
জীবন কি এই?
জীবন কি এই?
যা কিছু আমার
নেই করে দিয়ে
ফিরে যাই পথে
জীবন কি এই?
মুগ্ধ হলাম কবি