পৃথিবীর গান
 
Notifications
Clear all

পৃথিবীর গান

1 Posts
1 Users
0 Reactions
40 Views
(@parvezshishir)
Newbie Registered
Joined: 3 months ago
Posts: 1
Topic starter  
পৃথিবীর গান
পারভেজ শিশির
 
আগ্নেয়মৃত্যুগিরির বিক্ষুব্ধ লাভায়
আমার কাব্য পুড়ে কয়লা হয়ে যায়,
​ ​ ​ ​ ​ ঠেকানো যায় না কিছুতে
​ ​ ​ ​ ​ সেই অবশ্যম্ভাবী দহন-স্খলন,
সদ্য দূর্ঘটনা কবলিত রাস্তায় ​
গাড়ির উ্যইন্ডশ্যিল্ডের সহস্র কাচঁটুকরো
​ ​ ​ ​ ​ কবিতারা হা-মুখে ছড়িয়ে থাকে
​ ​ ​ ​ ​ আমার দৃষ্টিপথ ছিন্নভিন্ন হয়ে যায়
এইসব অনাহুত মৃত্যু-মিছিলের দাবদাহে
​ ​ ​ ​ ​ কবিতা, তুমি আরও উত্তাপ ছড়িয়ে দাও
যেন কাব্য-মাশুলে চির-অন্ধত্ব বরণ করি…
তুমি কেমন আছো পৃথিবী !
​ ​ ​ ​ ​ লতা গুল্ম বৃক্ষ মহীরুহে
​ ​ ​ ​ ​ খনি সমতল মালভূমি পর্বতে
জলা পুকুর বিল নদী সমুদ্রে
ভিসুভিয়্যস হিমালয় কাঞ্চনজঙ্ঘা
​ ​ ​ ​ ​ তুমি কেমন আছো বৈশাখ থেকে চৈত্রে ?
সহস্র প্রাণের গুঞ্জনে কল্লোলিত প্রতিবেশে
​ ​ ​ ​ ​ তুমি কখনও একাকী বোধ করো কি !
​ ​ ​ ​ ​ তোমার বুকের রক্তরঙিন মানচিত্রে
আহত হয় কি জননী আকাশগঙা ! ​
আকাশে মেঘের সুরমা চোখে নিয়ে
​ ​ ​ ​ ​ কাশবনের শুভ্র শাড়ির আঁচলে
রূপকুমারীর বেশে তুমি বাতাস ওড়াও
​ ​ ​ ​ ​ মেঘময়ী বৃষ্টির ছন্দিত নুপুরে
​ ​ ​ ​ ​ পদ্মবিলে তুমি সংগীত লহরী সাজাও
জল তরঙ্গে যেন কোন্‌ স্বর্গের অপ্সরা
​ ​ ​ ​ ​ মোহিনী সুর তালে নেচে নেচে যায়
​ ​ ​ ​ ​ তোমার এ প্রাঙ্গনে তখন আনন্দধারা
তোমার কত কথার পাপড়ি ছড়াতে চায়…
অবাক অন্তরীক্ষের পথিক ধরণী
​ ​ ​ ​ ​ তুমি কোথা থেকে এসেছো
কোথায় বা তোমার অপরূপ গন্তব্য !
​ ​ ​ ​ ​ আমার ক্ষয় হয়ে যাওয়া প্রাণে
​ ​ ​ ​ ​ তুমি একই রকম প্রাণ-বরণী
প্রতি ভোরে তুমি শিশুমুখ হয়ে সাজো
​ ​ ​ ​ ​ গোধুলির সূর্যকুসুমে ম্লান চোখে
তোমার বুকের সুপ্ত গহীন যন্ত্রণা যত
​ ​ ​ ​ ​ বিশ্ব ভূবনে মায়াবী আঁধার আনে…
"আমার খুব মনে পড়ে, অবাক হই খুব
​ ​ ​ ​ ​ ​ আমি একদিন পৃথিবী ছিলাম !
তবে আমি মাঝে মাঝে নৈরাশ্যবিজড়িত
​ ​ ​ ​ ​ ​ আকাশী গ্রহে পর্যবসিত হয়ে যাই
যখন আমার সৌন্দর্যে কেউ প্রশান্ত হয় না
​ ​ ​ ​ ​ ​ কোথাও বিষধোঁয়া ওড়ায় বিলাসী চিমনি
​ ​ ​ ​ ​ ​ মৃত্যুর কাঁচপাত্রে জীবনের হলাহল
ভয়ানক কুৎসিত রক্তাক্ত জগাখিচুড়ির মধ্যে
মিথ্যে অস্থায়ী ভোগে ক্ষমতার জারিজুরি !
​ ​ ​ ​ ​ ​ আমি পৃথিবী থেকে গ্রহ হয়ে যাই
অত্যাচারী খাদক জান্তবের আবাসস্থল
​ ​ ​ ​ ​ ​ আমি সবসময় ছিলাম যদিও"
অহংকার আর তীক্ষ্ণ সংঘর্ষের আশ্রয়
এ যেন কিছুতেই 'নীল গ্রহ'কে মানায় না...
অশনি আঘাতে তোমাকে বার বার
​ ​ ​ ​ ​ ছুঁয়েছে মানুষ প্রগতির গান গেয়ে
​ ​ ​ ​ ​ সাবলীল রঙে বর্ণিল ফুল পতাকা
দুলেছে বাতাসে একই অনড় প্রত্যয়ে
​ ​ ​ ​ ​ শান্তির ছবি আঁকে উড়ন্ত মৃন্ময় বলাকা
​ ​ ​ ​ ​ পৃথিবী তুমি দেখি ক্রদ্ধ সময়ে সময়ে
শুধরে নিয়েছো যুদ্ধ মৃত্যু হাহাকার
কম্পিত মাটির বুকে স্নেহের ধারা বহায়ে…
তুমি কি তবে মহানন্দা নিরুপদ্রপ কিশোরী
​ ​ ​ ​ ​ আমার দেহশাখায় জন্মের প্রেম ছুঁইয়েছো
​ ​ ​ ​ ​ সূর্যস্নানে আজন্ম অতৃপ্ত ভীষণ অভিমানী
বাতাসের ঝাঁলরে জাগাও কিঞ্জল প্রবাহ
​ ​ ​ ​ ​ বিস্তৃত করো আরও আরও প্রাণপ্রতিমা
​ ​ ​ ​ ​ নীলিমার আনন্দমেলায় তুমি চিরপ্রেমিকা
সবুজদ্বীপের মন্দ্র মায়ায় আমায় বেঁধেছো
চোখের নিবিড়ে তোমায় নিকষিত ভালোবেসেছি
 
কাব্যগ্রন্থ ® জলরঙের স্মরণ তিথি | একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪
শিশিরসাহিত্য ২০২৪
This topic was modified 3 months ago 2 times by nandik

   
Quote
Share: