Notifications
Clear all
Poetry
1
Posts
1
Users
0
Reactions
137
Views
Topic starter
23/06/2024 6:44 pm
পৃথিবীর গান
পারভেজ শিশির
আগ্নেয়মৃত্যুগিরির বিক্ষুব্ধ লাভায়
আমার কাব্য পুড়ে কয়লা হয়ে যায়,
ঠেকানো যায় না কিছুতে
সেই অবশ্যম্ভাবী দহন-স্খলন,
সদ্য দূর্ঘটনা কবলিত রাস্তায়
গাড়ির উ্যইন্ডশ্যিল্ডের সহস্র কাচঁটুকরো
কবিতারা হা-মুখে ছড়িয়ে থাকে
আমার দৃষ্টিপথ ছিন্নভিন্ন হয়ে যায়
এইসব অনাহুত মৃত্যু-মিছিলের দাবদাহে
কবিতা, তুমি আরও উত্তাপ ছড়িয়ে দাও
যেন কাব্য-মাশুলে চির-অন্ধত্ব বরণ করি…
তুমি কেমন আছো পৃথিবী !
লতা গুল্ম বৃক্ষ মহীরুহে
খনি সমতল মালভূমি পর্বতে
জলা পুকুর বিল নদী সমুদ্রে
ভিসুভিয়্যস হিমালয় কাঞ্চনজঙ্ঘা
তুমি কেমন আছো বৈশাখ থেকে চৈত্রে ?
সহস্র প্রাণের গুঞ্জনে কল্লোলিত প্রতিবেশে
তুমি কখনও একাকী বোধ করো কি !
তোমার বুকের রক্তরঙিন মানচিত্রে
আহত হয় কি জননী আকাশগঙা !
আকাশে মেঘের সুরমা চোখে নিয়ে
কাশবনের শুভ্র শাড়ির আঁচলে
রূপকুমারীর বেশে তুমি বাতাস ওড়াও
মেঘময়ী বৃষ্টির ছন্দিত নুপুরে
পদ্মবিলে তুমি সংগীত লহরী সাজাও
জল তরঙ্গে যেন কোন্ স্বর্গের অপ্সরা
মোহিনী সুর তালে নেচে নেচে যায়
তোমার এ প্রাঙ্গনে তখন আনন্দধারা
তোমার কত কথার পাপড়ি ছড়াতে চায়…
অবাক অন্তরীক্ষের পথিক ধরণী
তুমি কোথা থেকে এসেছো
কোথায় বা তোমার অপরূপ গন্তব্য !
আমার ক্ষয় হয়ে যাওয়া প্রাণে
তুমি একই রকম প্রাণ-বরণী
প্রতি ভোরে তুমি শিশুমুখ হয়ে সাজো
গোধুলির সূর্যকুসুমে ম্লান চোখে
তোমার বুকের সুপ্ত গহীন যন্ত্রণা যত
বিশ্ব ভূবনে মায়াবী আঁধার আনে…
"আমার খুব মনে পড়ে, অবাক হই খুব
আমি একদিন পৃথিবী ছিলাম !
তবে আমি মাঝে মাঝে নৈরাশ্যবিজড়িত
আকাশী গ্রহে পর্যবসিত হয়ে যাই
যখন আমার সৌন্দর্যে কেউ প্রশান্ত হয় না
কোথাও বিষধোঁয়া ওড়ায় বিলাসী চিমনি
মৃত্যুর কাঁচপাত্রে জীবনের হলাহল
ভয়ানক কুৎসিত রক্তাক্ত জগাখিচুড়ির মধ্যে
মিথ্যে অস্থায়ী ভোগে ক্ষমতার জারিজুরি !
আমি পৃথিবী থেকে গ্রহ হয়ে যাই
অত্যাচারী খাদক জান্তবের আবাসস্থল
আমি সবসময় ছিলাম যদিও"
অহংকার আর তীক্ষ্ণ সংঘর্ষের আশ্রয়
এ যেন কিছুতেই 'নীল গ্রহ'কে মানায় না...
অশনি আঘাতে তোমাকে বার বার
ছুঁয়েছে মানুষ প্রগতির গান গেয়ে
সাবলীল রঙে বর্ণিল ফুল পতাকা
দুলেছে বাতাসে একই অনড় প্রত্যয়ে
শান্তির ছবি আঁকে উড়ন্ত মৃন্ময় বলাকা
পৃথিবী তুমি দেখি ক্রদ্ধ সময়ে সময়ে
শুধরে নিয়েছো যুদ্ধ মৃত্যু হাহাকার
কম্পিত মাটির বুকে স্নেহের ধারা বহায়ে…
তুমি কি তবে মহানন্দা নিরুপদ্রপ কিশোরী
আমার দেহশাখায় জন্মের প্রেম ছুঁইয়েছো
সূর্যস্নানে আজন্ম অতৃপ্ত ভীষণ অভিমানী
বাতাসের ঝাঁলরে জাগাও কিঞ্জল প্রবাহ
বিস্তৃত করো আরও আরও প্রাণপ্রতিমা
নীলিমার আনন্দমেলায় তুমি চিরপ্রেমিকা
সবুজদ্বীপের মন্দ্র মায়ায় আমায় বেঁধেছো
চোখের নিবিড়ে তোমায় নিকষিত ভালোবেসেছি
কাব্যগ্রন্থ ® জলরঙের স্মরণ তিথি | একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪
শিশিরসাহিত্য ২০২৪
This topic was modified 6 months ago 2 times by nandik