Notifications
Clear all
Prose
1
Posts
1
Users
0
Reactions
157
Views
Topic starter
03/06/2024 6:25 pm
মেডুসা, আমি তোমার হয়ে যাবো। মেডুসা আমি তোমাকে স্পর্শ করবো। স্পর্শে তোমার হাত থেকে তীর ধনুক পরে যাবে। তুমি কোমল হয়ে যাবে। মেডুসা আমি তোমার চোখের দিকে তাকাবো, তুমি যেন পলক ফেলো না। আমার ঠোঁট তোমার কপালে ছোঁয়াবো। তোমার কপালে নিঃশব্দময় এক চুমু দেব। তোমার দু চোখে আমার ঠোঁট ছোঁয়াবো। আমার নাক তোমার নাকে স্পর্শ করবে। আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁট ছুঁয়ে তোমাকে বৃষ্টি দেব। তোমার নিষ্ঠীবন আমার নিষ্ঠীবনের সাথে মিশে যাবে। তোমার কেশ আমাকে শিহরিত করবে। তোমার আমার চোখ বন্ধ করতে চাইবে ও বন্ধ হবে। আমরা একসঙ্গে চোখ খুলবো। দুজন দুজনের চোখে দেখবো। দুজন দুজনকে আঁকড়ে ধরবো। আমি তোমার ভেতর জুড়ে জুড়িয়ে ও ছড়িয়ে।
অ্যাথিনা, তুমি ও পসেইডন আমাদের পানে অরবে তাকিয়ে থেকো। তোমার সকল অভিশাপ এখন আমাদের কাছে তুচ্ছ, নিরর্থক ও পলকা। আর পসেইডন তোমার সকল ছল ও হিংস্র স্রোত এখন আমাদের কাছে নিরর্থক।