তোমার নিষ্ঠীবন মাখা চা আমার চাই;
তোমার ভেতরের তীব্রতর সুপ্ত সত্য আমার জানা চাই,
কি ও কে কোথাথেকে কেন তোমার ভেতর অ-সুখ সৃষ্ট তা আমার জানা চাই;
যে উপাদান ও মিশ্রণ দিয়ে তুমি আঘাত বানাও, অতঃপর তা প্রয়োগ করে ক্ষণস্থায়ী সুখ পাও, সে আঘাত আমি হতে চাই,
সে আঘাত আমি হয়ে তা সুখ বানিয়ে তোমাতে প্রয়োগ করতে চাই,
তোমাতে তোমাতেই থাকতে চাই
তোমার নিষ্ঠীবন মাখা চা আমার চাই;
Communitynandik2025-01-09T19:53:01+00:00
Notifications
Clear all
Poetry
2
Posts
2
Users
2
Reactions
222
Views
Topic starter
24/05/2024 7:30 pm
Clementh Martin Baroi reacted