গুচ্ছ কবিতা – সরদার আরিফ উদ্দিন

By Published On: August 7, 2021Views: 270

সত্য যদি সুন্দর হতো

সত্য সব সময়
সুন্দর হয় না, সুন্দরও
সব সময় সত্য হয় না
মিথ্যেগুলো সত্যের মধ্যে লুকিয়ে থাকে
অসুন্দরও সুন্দরকে হারিয়ে টিকে থেকে।

সত্যের ছদ্মাবরনে মিথ্যের বেসাতি
মিথ্যের গৌরবে আসে সুখ্যাতি
সত্য মিথ্যের দ্বন্দ্বে মানব প্রজাতি
দ্বিধাগ্রস্ত জীবনে নানা আঁকি ঝুঁকি
মিথ্যে প্রলোভনে চলে নিজেকেই ফাঁকি ।

রাতের আঁধার শেষে ভোরের প্রশান্তি
সুখ দুঃখ দুটোতেই আছে শান্তি অশান্তি
সত্য আঁকড়ে থেকে ভনিতার মিনতি
মিথ্যেকে ঘৃণার শ্লোক অগনতি
স্বার্থের বাজারে সত্য মিথ্যের গলাগলি পরিণতি ।

সব সত্য যদি সুন্দর হতো
সব সুন্দর যদি সত্য হতো
মানবতা নিজ গুনেই এগিয়ে থাকতো
বিচ্ছিন্নতাবোধের অসুখ পরাজিত হতো


বিষন্নতা

তপ্তরোদে
ভিজে থাকা শব্দ গুলো
প্রকৃতির নিয়মে শুকোয়, স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে বেঁচে থাকে
সময়ের রঙ পাল্টে কখনো উজ্জ্বল হয়
কখনো ধুসর
নিষ্ঠুর নির্জনতায় ভেজা শব্দেরা কাঁপে
অন্তিম শ্বাস সুন্দর হয় ভেজা শব্দের মৃত্যুতে

দিন শেষে সূর্য্যটাও ফেরে তার গন্তব্যে
নির্দ্বিধায়, নিশ্চিন্তে, স্বগৌরবে
কেবল আমি পারি না
আমাকে ফিরতে হয়
বিধবস্ত ছায়াকে সঙ্গী করে

মানুষ মুলত একা বলেই সে একা নয়
একা নয় বলেই সে বারবার একা হয়
যেখানে ফুরোয় সব লেনদেন
সব ভাল লাগা যায় থেমে
নির্জনে মুখ লুকোয় পৃথিবীর সব ভুলে
সব বদলে গিয়ে স্মৃতির ধুলো দেয় তুলে


প্রায়শ্চিত্তের চিরকুট

অভিমানী সময়গুলো
ছেয়ে যায় ধীরে ধীরে
ভুলে ভরা আচরণের পাখাগুলো
ডানা মেলে একাধারে

অপলক মগ্নতায়
একাকীত্বে
প্রায়শ্চিত্তে
বিচার বিবেচনার চুড়ান্ত নিক্তিতে
অনুভবে তোমাতে

থমকে থাকা মেঘেদের
নীলাকাশ জুড়ে কান্নার বায়না
বুকে চেপে থাকা দূরত্বের ব্যবধানে
শত সহস্র চিরকুটে শেষ হয় না

অদ্ভুত এক প্রায়শ্চিত্তের শিহরণে
প্রাতঃভ্রমনে
সূর্যাস্তের গমনে
নিশ্চয়তা গুলোর অনিশ্চয়তার দহনে
ফিরে ফিরে আসতে চায় মনঃপ্রানে

শব্দমালায় জমে থাকা
হৃদয়ের ব্যাকুলতা
অপেক্ষার প্রহর গুনে
তবুও শেষ হয় না দৈন্যতা

দুরন্ত সকাল পেরিয়ে
আলোর ঝলকানিতে শেষ হয় দুপুর
বিষন্ন বিকেল শেষে
অস্তগামী সূর্যাস্তের আহ্বান
তখন প্রায়শ্চিত্তের শুরু এবং চলমান

চিকচিক করা ভুলের মাস্তুলে
একদিন নয়, আজ হতে প্রতিদিন
আহ্বানের অপেক্ষা
গায়ে জড়িয়ে রাখা তোমার যৌক্তিক উপেক্ষা

নিঃস্বতার সময় উদযাপন
মলিনতায় ঢেকে থাকা আপন ভুবন
গড়িয়ে পড়া জলে সিক্ত নয়ন
তোমাতেই মুক্তির আবেদন
প্রায়শ্চিত্তের শেষ হবে যখন


প্রত্যাশার আগুন জ্বলে নেভে

তোমার একটু
সময় হবে আমাকে দেবার?
নিরবিচ্ছিন্ন সময়!!
নিরুপদ্রুপ সময়!!

যখন কেউ তোমাকে
ছিনিয়ে নেবে না
তোমার মনোযোগ আকর্ষণ করবে না
আমার জন্য বরাদ্দ সময় কেড়ে নেবে না

তোমার জনপ্রিয়তার উচ্চতায়
আমি বেমানান, আমি ক্ষুদ্র
তোমার অবিচল ব্যক্তিত্বে
আমি অপ্রত্যাশিত, তবুও একটু সময় হবে?

আজ, না হয় কাল
না হয় পরশু
আমি অপেক্ষায় থাকবো
তোমার নিরবিচ্ছিন্ন সময়ের অপেক্ষায়
খুব বেশি কিছু চাই না আমি
তোমার সাথে হাঁটতে চাই
তোমার মনোযোগ চাই
আর………… থাক নাই বা বললাম


ঈশ্বর, একটা নুতন জীবন ধার দিবেন

ঈশ্বর
আপনার অসীম ক্ষমতার উপর আস্থা রেখেই
একটা আবেদন করছি
আমি জানি, আপনি পারলেও সব কাজ করেন না
কি কারনে করেন না
সেটা জানি না
আমাকে একটা নুতন জীবন ধার দেবেন?

সারা জীবনের জন্য না হলেও
মাত্র কয়েকদিনে জন্য
এক মাসের জন্য
না হয় মাত্র সাত দিনের জন্য
ধার দেবেন?

কথা দিচ্ছি, সাত দিন পর আবার ফেরত দিব
অনেক দিন শান্তিতে ঘুমাই না আমি
একটু শান্তিতে ঘুমাবো

ঈশ্বর
ধার পাওয়া নুতন জীবনে
ভুলগুলো শুধরে নেব
কি কি কারনে মানুষের ভুল হয়,
আমি এখন সেটা জানি
আর ভুল হবে না

ঈশ্বর
নুতন জীবনে
পুরো একটা দিন আমি গাছদের সাথে থাকবো
বিরতিহীনভাবে
তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে
নিস্পৃহতা
কোন রকম উস্মা প্রকাশ ছাড়াই কেমন তাকিয়ে থাকে
সহ্য ক্ষমতা
স’মিলে করাত যেতেও কাটে, আসতেও কাটে, গাছেরা নিশ্চুপ
নীরবতা এবং বধিরতা
শুনেছি বোবার নাকি শত্রু থাকে না

ঈশ্বর
আমার খুব ইচ্ছে, একটা দিন আমি নির্জন দ্বিপে কাটাবো
যেখানে কোন মানুষ থাকে না
মানুষ ছাড়া আর সবাই থাকে
আমার আর হিংস্রতার কোন ভয় থাকবে না
আপনি যে পৃথিবীতে কয়েকটা ফাঁদ পেতে রেখেছেন
যেগুলোকে কেন্দ্র করে মানুষ
ঘোরাপাক খাচ্ছে,
হানাহানি করছে,
ভুল করছে
মায়া, মমতা, স্নেহ, প্রেম,ভালবাসা, যৌনতা………
এগুলো থেকে মুক্ত থাকতে পারবো
মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো

জানেন ঈশ্বর
অনেক দিন থেকে আমি ভালভাবে
নিঃশ্বাস নিতে পারি না

ঈশ্বর
সাত দিনের মধ্যে
একটা দিন আপনার মেশিন ঘরে
থাকার অনুমতি দেবেন?
মানে, পৃথিবী পরিচালনার যন্ত্রপাতি যেখানে থাকে
আমার খুব আগ্রহ
কাছে থেকে দেখতে চাই
কিভাবে মানুষের আকার দিয়েও
আপনি ভেতরে অ-মানুষের বীজ দিয়ে দেন
কিভাবে পৃথিবীতে মুখোশ ছড়িয়ে দেন

আমি জানি
আপনি একটা ম্যানেজমেন্ট সূত্র আবিস্কার করেছেন
লোভ দেখানো, ভয়ে শাসানো
মানে বেহেস্তের লোভ আর দোযখের ভয়
আজকাল আপনার সুত্র সবাই ব্যবহার করে
রাষ্ট্র প্রধান থেকে পরিবার প্রধান, সবাই
ইদানিং প্রেমিক প্রেমিকেরাও শিখে গেছে

ঈশ্বর
নুতন জীবনের সাত দিনে
যা যা শেখা হবে
হয়তো বাকী জীবন তা দিয়ে চালিয়ে নিতে পারবো
যদি সম্ভব হয় নুতন জীবনটা ফেরত না নিলে আরো ভাল হবে
আমার আবেদনটা
দয়া করে ভেবে দেখবেন ঈশ্বর

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments