
সম্পাদকীয়
ভাষা ও সংস্কৃতির পত্রিকা “নান্দিক” স্বতন্ত্র একটি প্রক্রিয়া বা পদ্ধতি বজায় রেখেই পথ চলে। নিজস্ব তাগিদ থেকেই এবারের ঈদ সংখ্যায় সাহিত্যের বিভিন্ন বিষয়ের লেখা স্থান পেয়েছে।বলতে আপত্তি নেই, আমাদের চারপাশের দৈনিক পত্রিকার ঈদ সংখ্যার দিকে তাকালে পাতা জুড়ে লেখার পাশাপাশি বিজ্ঞাপনের আতিশয্য বড্ড ভারি হয়ে দেখা দেয়। ঠিক এই সময়ে বিজ্ঞাপনহীন নান্দিকের নিজস্ব ভাবনা বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রাখা কঠিন। কিন্তু এই কঠিন কাজ হলেও আমাদেরকে স্বস্তি দেয় বৈকি।
স্বীকার না করে উপায় নেই, ভয়াবহ সময় চলছে আমাদের। আজ আর আগামীকালের মধ্যে রচিত হচ্ছে ভীষণ ব্যবধান। ভয়ংকর আস্থাহীনতা ঘিরে ধরেছে আমাদের চারপাশের যাপনকে। উপায় নেই জেনেও আগামীকাল বেঁচে থাকার উত্তরোত্তর চেষ্টা; আর বেঁচে থাকা মানেই সাহিত্য সমাজ সংস্কৃতির আবহমান বিকাশ।
শব্দ যখন অস্ত্র হয় সেই শব্দ মাধূর্য হারায়। আবার সেই শব্দ-ই ভালোবাসা বোঝায়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এখন অনেকটাই লোকদেখানো। তবুও মানুষই মানুষের শক্তি। আর শক্তি সঞ্চয় করার জন্যেই আমাদের আপ্রাণ চেষ্টা। মানুষের আত্মগত শক্তির প্রকাশ থেকেই সৃজনশীলতা জেগে থাকে। বেঁচে থাকে। বেঁচে থাকার ভেতরে জেগে থাকাটা অবশ্যই থাকতে হয়। “ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ” আদর্শের উৎকর্ষ সাধনে নান্দিক সবসময়ই বদ্ধপরিকর।
এবারের ঈদ সংখ্যা অনলাইনে প্রকাশ হলো। আশা রাখি সামনে প্রিন্ট ভার্শনে ঈদ সংখ্যা প্রকাশ করতে পারবে নান্দিক। সকলের জন্যে ঈদের শুভেচ্ছা।
ইসমত শিল্পী
সম্পাদক
কবিতা
- বৃদ্ধ পিতামহ | কচি রেজা
- চাঁদে পাওয়া মানুষ ও অন্যান্য কবিতা | মাসুদুল হক
- অপার অরণ্য এর কবিতা
- নির্বাসন | রাখী সরদার
- ঋজু রেজওয়ান-এর ৫টি কবিতা
- রিক্তা রিচি-এর ৩টি কবিতা
- চিঠি | শামীম নওরোজ
- চতুরালি | শিবলী মোকতাদির
- শাগাল ও কিবরিয়া | শিশির আজম
- জুডাসীয় পৃথিবী | সুশান্ত হালদার
- মানুষ অপেক্ষা জানে | তপন বাগচী
- আমি ও জ্যোতি পোদ্দার জ্যোতি পোদ্দার
- গঙ্গা পাড়ের বৃত্তান্ত | প্রিয়জিৎ ঘোষ