চিঠি
শামীম নওরোজ
০১.
আজ বিকালে পিকাসোর সঙ্গে দেখা
তাঁর কিউবিক নারীদের প্রেমে আমিয়ো পাগল
আর কোনো ” গোয়ের্নিকা ” নয়
যুদ্ধের অবসান হলে খুশি হবো নিশ্চয়
কে জানতো, আজ বিকালে বৃষ্টি হবে
ভিজে গেছে পিকাসোর সমস্ত শরীর
যেভাবে পিকাসো ভেজান তাঁর প্রিয় নারীদের
কিছুটা দ্রোহ
কিছুটা বিদ্রোহ
মানবতার পক্ষে সৃষ্টির সাহস
পিকাসো চলে যাচ্ছেন
আমিয়ো যাচ্ছি
আর কোনো ” গোয়ের্নিকা ” নয়
মানুষ সভ্য হলে খুশি হবো নিশ্চয়
০২.
সামান্য জীবন
রোদ্দুরের উষ্ণতায় পুড়ে যাচ্ছে শৈশবের ঘরবাড়ি
সূর্য মুগ্ধতার শত্রু
মেয়েটি রয়েছে
মেয়েটি নিখোঁজ
ভুল পুরুষের ছোঁয়া ভুলে যেতে হয়
বুঝেও বোঝে না নায়রীর জলকন্যা
সামান্য জীবন
হামেশা দেখতে পাই চন্দ্রদ্বীপের জমিন
বারান্দায় এলোমেলো স্নিগ্ধ বাতিদান
বিলাসী অসুখে পোড়ে ভুল চিন্তার বাসন
০৩.
যে আসে, সে যায়…
মায়ামুগ্ধ অন্ধকার
ঠিকানা বিহীন জল যায় না নদীতে
ভাটার বাঁপাশে কল্পিত আলোর দীপ
জন্মান্ধের ধুলোবালি আলোচোখে পড়ে
সীমানা ভাঙতে গিয়ে ভুল হয়ে গেছে
মায়াযুদ্ধ শুরু হলো জলে ও ডাঙায়
কুমির মাছের শত্রু
জলীয় সন্ত্রাস
হরিণের শত্রু বাঘ
উন্মত্ত শিকারি
সবদেশে সবকালে মাটিযুদ্ধ ছিলো
সবদেশে সবকালে জলযুদ্ধ ছিলো
০৪.
কবিতা নদীর মতো কিছুটা বিপন্ন
শব্দের বাহানা চলে বাক্যের শরীরে
ছন্দের ছাদের উপর কাতর বীণা
অলংকার অবোধ্য
দুর্বোধ্য ছবির মতো
কবিতা জলের স্রোতে বাধাহীন চলে
বলবে না রাজলহ্মী কবিতার কথা
কবিতা কবির মতো , কল্পনা পরির
শব্দই ব্রহ্ম
কবিতার নন্দিনী গোলাপ
কবিতার সত্য-মিথ্যা বিলের শালুকে