দাদুর ভালোবাসা
মোঃ সৈয়দুল ইসলাম
শুক্রবারে বাজার যাবো
লক্ষ্মী দাদু ভাইর সনে,
নূপুর পায়ে নীল শাড়িতে
দেখবে সবাই ক্ষনে ক্ষনে।
আম খাবো জাম খাবো
লিচু খাবো মুখ ভরে ,
রসমালাই আর মিষ্টি খাবো
দাদু ভাইয়ের হাত ধরে।
কিনবো জামা মালা চুড়ি
কিরণ বাবুর দোকানে,
লাল সবুজের দুল কিনে
পরবো সুখে দুই কানে।
আমি খুকি ভীষণ খুশি
এমন দাদু ভাই পেয়ে,
আদর স্নেহ ভালোবাসায়
সুখে থাকি অল্প খেয়ে।