গুচ্ছ কবিতা – ইসমত শিল্পী

By Published On: June 20, 2021Views: 238

ইসমত শিল্পী’র ‘কথা’

কথা -১
প্রায়ই ভেঙে যায় পালক।
প্রায়ই জেগে ওঠে অদেখা সুখ।
নামমাত্র মূল্যে জীবন বিক্রি হচ্ছে বেঁচে থাকার বাজারে।
তবুও এটাই আমি। চেতনে অবচেতনে একই মুখ।

কথা -২
কিছু কথা মরে যেতে দেখি
কিছু কথা দেখি ঝরে যেতে
কিছু কথা নিভৃতে নিরবে অনেক দূরে
চলে যেতে দেখি।

কথা -৩
কোনো কোনো ফাল্গুন আমাদের তুমিহীন করে দেয় অপ্রত্যাশিত ভাবে।
কিছু অপ্রতুল নির্বাক শব্দ অজান্তেই তুমিময় করে তোলে।
চৈত্র অথবা বৈশাখে।
আমাদের চোখ তুমিময় থাকতে পছন্দ করে
অহেতুক কথায়!

কথা -৪
বাড়ি ভর্তি ছায়া,
সদর দরজা কঠিন খিলে আঁটা
তোমার কাছে আসতে চাওয়া দুরত্বতে ঠাসা,
ছায়ার মাঝে হচ্ছে বলি কয়েক যুগের চাওয়া।

কথা -৫
তোমার জন্য বুনো কষ্ট,
তোমার জন্য ছাই
তোমার জন্য আধা নষ্ট,
জীবন যেমন ধায়।

কথা -৬
ডুবে যাচ্ছি জেনেই অধীরে ডুবে যাই
ডুবে আর কতদূরেই যাওয়া যায়!

কথা -৭
জলের ভেতর শব্দ করে জল
শেষের দিকে পাইনা খুঁজে তল

ফিরে আসবো! ফিরতি পথে দেখি
জলের বুকেও রক্তপাতের ছবি ॥

কথা -৮
ভ্রুক্ষেপহীন টানে
অবিরল রোলে
অকারণ বোলে
উচ্ছ্বাস মরে গেলে
অবসাদ ঘিরে ফেলে চারপাশ।

কথা -৯
কৃত্রিম সংকট
কৃত্রিম প্রেম
কৃত্রিম সহানুভূতি
কৃত্রিম হাসি
——কৃত্রিম জীবন…!!!

কথা -১০
রোদ আছে, ছায়া আছে
সাদা-কালো মন আছে
পাখি নেই গানে,
ভুলক্রমে ভুল তানে
পারসিক রং নাচে
মৌমাছি প্রাণে।

কথা -১১
থেকে গেলো কিছু জল
রক্তিম গন্ধম
ছুঁয়ে দেখার আগেই
ঝরলো কদম।

কথা -১২
চোখের ভিতর জল জমেছে, কবে ?
পথের উপর পথ নেমেছে যবে।

কথা -১৩
এতো প্রাচুর্য এতো দীনহীন মন
এতো লালসার জীভ, নব নব কীট
সরাবো কীভাবে
পৃথিবী হতে!

কথা -১৪
ছোট ছোট লেখা জুড়ে বড় হয় দুঃখবোধ কাগুজে কাঁকন।
সবগুলো জোড়ো করি কথায় কথায়

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Nandik Shop