অনীত রায় এর পাঁচটি কবিতা:
কবিতা ১:
অনীত, বড়োই বেয়াকুব তুমি
কিছুই তোমার বিস্মরণে নেই
তবুও কেন যে বিলাপের মেঘ
তোমার আকাশ কালো জলে আঁকে
সেকথা জানো না সুষুম্নার তারে
কেন তবে যাও অভিসারে বৃথা?
বেঘোরে খোয়াও শিশ্নমূল তবে
গাঙের নুলে হে, পলিটুকু তোলো
শ্যওলা জমেছে ঘোলাকাঁদি বিলে
আখার আগুনে ফুসফুস মাজো
কবিতা ২:
দারুণ বিনিদ রাতে কেন আসো হে নাছোড় স্মৃতি
তোমার নিদয় ওড়নাতে ঝরাও শিউলি-ঝোরা দুচোখ ভরেছে তারাহীন জোনাই আকুলি রাতে কেয়াপাতা নায়ে ভেসে এসো নিবিড় মানুষ চোখ
কবিতা ৩:
নিবেদনে কোনো অপূর্ণতা ছিল না জ্ঞানত
বাতাসের পায়ে নিবেদিত হলো না জাতক
আকস্মিক তবু ঘূর্ণাবর্তে ধ্যানে বসে মূঢ়
কোনদিন যদি করায়ত্ত হয় জ্যোতির্লোক
কবিতা ৪:
জীবনের পথ অচেনা রয়েছে জানি
এ কথাও জানি, আমার মুকুর আছে
তোমার হৃদয়ে, সেখানে নিজেকে দেখ
কবিতা ৫:
রক্তপাতে নয়,বৃষ্টিপাতে,হে পৃথিবী,হোক অভিষেক
মানুষের নাম লেখা থাক হৃদয়জারিত রূপলেখা
গাছ মাটি জল ছুঁয়ে দাও, স্বর্ণচিহ্ন দাও মহত্ত্বকে
.
.