(১)
প্রিয় ষ্ণ
একটু অপেক্ষা করো আমি রোদ সেজে আসি
বিপরীতে দাঁড়িয়ে বলছে সময় যদি ভাল না বাসি
বা যদি বাসি তবে বাসি রুটির মতন খিদের মতন বাসব এবারে
আতর তবু ভালবাসা নীল জলে বুক চিতিয়ে চাঁদের মতন
চুপ বসে দেখছ তো … জল ছিটিয়ে খেলছে রাতের চাঁদের সঙ্গে আলাপ
একার সঙ্গে একার অপেক্ষা অস্থির দুলন্ত ঘড়ির হৃদয়
এ মন একা এ মন অধীর , তবু ভালবাসা বলে
একটু অপেক্ষা করো আমি রোদ সাজে সাজছি
বলে কত পাখির ডাক কত বন্ধুর নাম
কত বৃষ্টি আর বসন্ত সকাল ফিরিয়েছি
ব্যথার লকেট রেখেছি গভীর হৃদয়ে – তোমার নাম
আজ বসন্ত এসেছে বলে সাজ ধরে খোঁপায় লালফুল
ব্যথার গয়না ছুঁয়েছে হৃদয় ছুঁয়েছে যত রাগ অভিমান আর ভুল
যদি এসেছই ফিরে আজ তবে ,
একটু অপেক্ষা করো আমি রোদ সেজে আসি ভালবাসি
কুড়িয়ে সোহাগফুল ছোপান শাড়ি
দূরের পিদিম জ্বলা ঘর দুয়ারে
জীর্ণ কপোতাক্ষ যেমন শতাব্দী পেরিয়ে অপেক্ষা করে কবির
তেমনই আমিও
অপেক্ষায় ছিলাম কবেকার রোদ্দুর লাগা
সেই চিঠি আসবে বলে ঘুঙুর নাচিয়ে
সেই কবেকার অপেক্ষা যেন জানকীর জিজ্ঞাসার মতন
রাবেয়ার প্রশ্নের সমূহ অব্যয় আগামির পাশাপাশি চাতকের মন
অপেক্ষার এটুক সাম্পান নিয়ে এতকাল বসে আমি
আরেকটু অপেক্ষা করো আমি রোদ সাজ পরে সাজি
মায়ের মুরতি যেমন প্রার্থনা সাজে
তেমনই … এক পক্ষকাল বা আর কিছু বেশি অপেক্ষা করো হে হৃদয়
তোমার জন্যে মনসাজ পরেছে রোদ্দুর বেশ আজ
(২)
প্রিয় ষ্ণ
প্রথম দেখা কলকাতার অ্যালবারট হলে
তুমি কফি আমি চায়ের খোঁজে
প্রথম দেখা চারটে সিঁড়ি ছেড়ে উঠতেই
নরম ধুলোর মতন তুমি বসেছিলে একটি মনের খোঁজে
দ্বিতীয় দেখা কলকাতার ভিড়ে
বইমেলা থেকে ফেরা ফেরারি মনে মনে
ভিড়ের মধ্যে দুজন অজস্র কথার পর তুমি উলটোডাঙ্গা
আমি তখনও নামব বলে ভাবিনি
তবুও চাকা গড়াতেই বলছি, একটু দাঁড়াও তো আমিও
তৃতীয় দেখা মরা সায়রের জলে কিলবিল রোদ্দুরে
পা ভেজান সমুদ্দুর মন বললে হঠাৎ কি ব্যাপার কখন এলে নন্দনে
এলারমের ঘড়ি বাজতেই ছুটি হয়
মন চড়ে বসে দুরন্ত গাড়িতে পাশে রয়ে যায় তোমার ছায়া
আঁকিবুঁকি কাটাকাটি এসো আজ আরেকটু হাঁটি মনের জ্যামিতিতে
দেখা হল এবার বর্ষা কোলে চারবার হৃদয় তুমি একই সেই সাদা
বললে, ভিজজ কেন জ্বর এলে
বললাম, যতই থাক ছাতা আজ ভিজবোই আমি
শাড়ির সুখ ভেজায় আমার নিবিড় তোমাতে তুমি
বিলাপের পর আলাপ কত রাত জানে যত
জল মাখে জলবিন্দুতে লেখে নাম তোমার
ধানের ক্ষেতে উড়িয়ে ছাতা হারিয়ে গেছি তুমি কি জানো
ভিজে মাথা ভেজা পাতা
এপারে কোপাই ওপারেও তাই
আমি ভিজছি আর তুমি আমের কুঞ্জবনে গাইছ হৃদয়ের গান
গালিবের ভাই আমি রিকশ চালাই
তুমি সাইকেলে আমি ভিজে গেলে
শেষবার দেখা … জামার বোতামে চশমার ফ্রেমে
নরম জোনাকি দুজনে হেঁটেছি বৈশাখে
বর্ষা যখন পার ভাসিয়ে ছুটছে দুরন্ত নদীতে
বানভাসি অজয় দুধারে খড়কুটো চিহ্ন
ভাসাভাসি সেই স্রোতের ঘরে বুকে বুক ভেজান শোকে
মাথা রেখে তোমার বুকে বলেছি চুপকথা চুপিসারে
এসো বর্ষাজলে বালিশ হই এসো ঘরছাড়া ছন্নছাড়া হই
ওপারে এপারে দুপারে এসো কথা ভাসিয়ে মনবন্ধু রে আজ জলকে চল মন …