আমারে তোমারে ঘিরিয়া গোল হাওয়া
আমারে
তোমারে
ঘিরিয়া গোল হাওয়া
মৎস্যকাল মৎস্যচাকে
বিন্দু বিন্দু যাওয়া।
কুয়াশা
কু-আশা
কলমীর ধীর ফুল
ঢেউ ভেজা ঠোঁট রাঙা
ঘাসগন্ধী চুল।
চামাগাঁ
চুমে পা
চিকচিকে নুপুরের
ঝলমলে ভালবাসা
চঞ্চলা দুপুরের।
রক্ত পড়ে আছি। তুমি হেঁটে চলে গেলে
আমি দীর্ঘদিন সমুদ্রে সাঁতার দিয়েছি হতে চেয়ে মাছ
আমি দীর্ঘদিন মৃত্তিকায় দাঁড়িয়ে থেকেছি হতে চেয়ে গাছ
তোমার শরীরে বহুবার প্রবেশ করেছি আমি Ñ তুমি হব বলে
পাখি হতে চেয়ে বহুতল অট্টলিকা থেকে ঝাঁপিয়ে পড়েছি, রক্ত হয়ে পড়ে আছি।
তুমি পাশ দিয়ে হেঁটেÑ হেঁটে চলে গেলে…