বিশাল এক ধাক্কা – শিশির আজম

By Published On: April 9, 2022Views: 229
Image

বিশাল এক ধাক্কা

সোমবার সকালে
আমার এদ্দিনকার বিশ্বস্ত চেয়ারে বসতে গিয়া দেখি
ওটা স্বাভাবিক আচরণ কোর্ছে না
মঙ্গলবার
বুধবার
বিষ্যুদবার
একই
অথচ চেয়ারটা আমার নাড়িনক্ষত্র সব জানে
এমন কি
কোথায় আমার জোনাকির বাগান
হায়ারোগ্লিফিক্স
ব্লাডমুন
না কি
যে চেয়ারটারে এদ্দিন শুনাইছি বিলায়েত হুসেন খাঁ
খাইতে দিছি আমার মগজ
এখন
এদ্দিন পর
নিজের্দিকে সে ফিরা তাকাইছে
আর সন্দেহ কোর্ছে আমারেই

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments