লালমাটিয়ার ভূমি গ্যালারির আয়োজনে গত ১৬ আগস্ট ২০২৫, শনিবার বিকাল ৪.৩০ টায় দেশের ১২ জন শিল্পীর ‘অরণ্যরেখা” শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনীর।
৫ দিনব্যাপী এই প্রদর্শনী ১৬ আগস্ট ২০২৫, থেকে ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ।
‘অরণ্যরেখা’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: ফারজানা রহমান ববি, ইসরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসাইন, মো. রবিউল ইসলাম, মো. জাহিদ হোসাইন, মনজুর রশীদ, মোরসেনা রহমান রূপা, নারগিস আক্তার পুনম, শক্তি নোমান, উপমা দাস তৃণা ও জেমরিনা হক।
এই চিত্রপ্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইল্ডটিম-এর প্রধান নির্বাহী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক ।
‘আদ্যপান্ত’র আহ্বায়ক জেমরিন হক জানান- ‘ ‘আদ্যপান্ত’ দলটির জন্ম ২০১৯ সালে। প্রথম আর্টক্যাম্প হয় ২০২১ এ শেরপুরের পাহাড়ের ছায়ায় নকশী গ্রামে। সেই ছবি দিয়ে একটি প্রদর্শনী হয় সফিউদ্দিন শিল্পালয়ে ২০২২ সালে। এবার ওয়াইল্ডটিম কনজারবেশন বায়োলজিক্যাল সেন্টারের সিইও আনোয়ারুল ইসলাম ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের পৃষ্ঠপোষকতায় মংলার জয়মণিঘোরে ওয়াইল্ডটিমের সেন্টারে এই বছরের এপ্রিলের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত ‘সুন্দরবন’ আর্টক্যাম্পটি অনুষ্ঠিত হয়। গ্রুপের দুইজন বাদে ১২ জন ক্যম্পে অংশগ্রহণ করে। ছবি আঁকা হয়েছে জয়মনির আশে পাশের এলাকার। সারাদিন নৌকায় চড়ে সুন্দরবন ঘুরে দেখার সময়ও সবাই সুন্দরবনের প্রচুর ছবি এঁকেছেন। সুন্দরবনে আঁকা এইসব ছবি নিয়েই এবারের প্রদর্শনী ‘অরণ্যরেখা’ । এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ৬৫টি চিত্রকর্ম, যেখানে প্রত্যেক শিল্পী নিজস্ব দৃষ্টিভঙ্গি, মাধ্যম ও বিষয় নিয়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপস্থাপন করেছেন।