অরূপের রূপে নতুন প্রবাল- কবি হাবিবুল্লাহ সিরাজী
জন্ম-মৃত্যুর হিসেব দিয়ে কিছু মানুষকে বাঁধা যায় না। কথায় কাজে সে চুম্বকের মতো লেগে থাকে হাওয়া বাতাসে। কবিতার দেয়ালে খচিত হয় শব্দায়নের কারুকাজ। হাবিবুল্লাহ সিরাজী একজন সরকারী কর্মকর্তা হয়েও পুরোদস্তুর কবি এবংমানসম্মত সাহিত্যিক। তিনি না থেকেও থেকে যাবেন সবার মাঝে।
নান্দিকের পক্ষ থেকে অগাধ শ্রদ্ধা এবং শোক।
অসুস্থ হওয়ার আগে তিনি নান্দিকে প্রকাশের জন্যে একটি কবিতা মেইল করেছিলেন। তাঁকে স্মরণ করে সেই লেখাটি প্রকাশ করা হলো।
ভাঙা
হাবীবুল্লাহ সিরাজী
উদাসীনতায় কতো কী যে ভাঙে
নীল ভাঙে যতো
জলের পাঁজরে
মায়া তার ছায়া অবকাশ মতো
বিকেল ভেঙেছে সন্ধ্যা-কুহকে
রজনীর জের
তারাদের ভাঙে
কুয়াশা-প্রভাতে চায় ক্ষমা ফের
অবহেলা যদি শরতের নামে
ভাঁজ-ভাঙা মাঠে
ফিকে শাদা লেখে
ভাঙা তবে ডাকে খোলা চৌকাঠে
আর ভাঙা যার সৃষ্টি-মন্ত্র
তার দিনকাল
মিলনসূত্রে
অরূপের রূপে নতুন প্রবাল