বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফারুক আযমের কবিতা

By Published On: January 11, 2026Views: 6
Image

বৃহস্পতিবার ৮ই জানুয়ারি ২০২৬, সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে কবি, আবৃত্তিকার এবং লেখক ফারুক আযমের কবিতা অনুষ্ঠানের আয়োজন করে থিয়েটার দল নাট্যম রেপার্টরি।

নাট্যম রেপার্টরির পক্ষ থেকে আইরিন পারভিন লোপা স্বাগত বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
একজন বহুমুখী প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফারুক আযম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাঙালি সংস্কৃতির প্রচারে কাজ করেন। কবি, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী এবং লেখকদের সমাবেশে পরিণত হওয়া এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত- বলেন আইরিন পারভিন লোপা।

কবিতার মায়াজালে শীতের সন্ধ্যায় হলভর্তি দর্শকদের মাঝে এক ঘন উষ্ণতার আবেশ এনে দেয়।
অন্তরে গেঁথে রাখার মতো আয়োজনে কবিতা প্রাণ পায় ফারুক আযমের কণ্ঠে।

ফারুক আযম বলেন যে তীব্র ঠান্ডা আবহাওয়ার মধ্যেও মানুষ কবিতা সন্ধ্যায় যোগ দিতে এসেছিলেন যা তাকে অনুপ্রাণিত করেছিল।
অনুষ্ঠানে নিজের লেখা কবিতার পাশাপশি প্রবাসী বাঙালি কবিদের কবিতা আবৃত্তি করেন -কবির সুমন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের সাথে। অনুষ্ঠানের আঙ্গিকগত বৈচিত্র দর্শক-শ্রোতাদের আবিষ্ট করে রেখেছিল পুরো দেড় ঘন্টার এই আবৃত্তিসন্ধ্যায়। উপস্থিত ছিলেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় সহ লেখক এবং কবিতার মুগ্ধ শ্রোতারা। আবৃত্তি শিল্পের বরপুত্র একুশে পদক প্রাপ্ত ড.ভাস্বর বন্দ্যোপাধ্যায় মুগ্ধতা প্রকাশ করেন।

চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ ফারুক আজমের দুটি আবৃত্তি অ্যালবাম প্রকাশ হয়েছে। একটি প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের সাথে এবং অন্যটি প্রখ্যাত আবৃত্তিকার রূপা চক্রবর্তীর সাথে।

তিনি নিউ জার্সির আস্থা থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন এবং নিউ ইয়র্কে বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকার সভাপতি। ফারুক আজম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজার্সির প্রাক্তন সভাপতি, বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকা ঘণ” এর সভাপতি, নিউজার্সিতে ২০০৯ সালে বাংলার অন্যতম সাহিত্যিক বুদ্ধদেব বসু’র কন্যা মীনাক্ষী দত্ত এর সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করে নাট্যদল ‘AASTHAM’ দীর্ঘদিন থেকে অত্যন্ত সুনামের সাথে বাংলা নাটক মঞ্চায়ান করে চলেছে। এই নাট্যদলটি যুক্তরাষ্ট্রে বিপুল প্রশংসা অর্জন করেছে।
ডা. ফারুক আজম পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিকেলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি জন কীটসের “ওড টু আ নাইটিঙ্গেল” আবৃত্তির জন্য ইংরেজি কবিতায় সেরা আবৃত্তিকারের পুরস্কার পেয়েছিলেন।
নিউজার্সি থেকে নিয়মিত অনলাইন অনুষ্ঠান“কাছের মানুষ”এর নিয়মিত উপস্থাপনা করেন।

ইসমত শিল্পী
কবি, প্রাবন্ধিক

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments