ঝিনুক জীবন

By Published On: July 24, 2025Views: 9
Image

ঝিনুক জীবন
রফিকুল নাজিম

তুমি ব্যথা দিলে চোট লাগে মনে
দগদগে ক্ষত হয়,
ক্ষতের গায়ে প্রদাহ ক্রমশইঃ বাড়ে।
তারপরও ব্যথার শরীরে চুমো খায় মায়াব্যঞ্জন
গড়ে তুলে সুরক্ষা প্রাচীর; ব্যথারা বেঁচে থাকে মনে।

ঝিনুকের ভেতর আঘাতে আঘাতে প্রদাহ হয়
প্রদাহের অতলে জন্ম নেয় যে চারু মুক্তা
সে তোমার বড্ড প্রিয়- আমি জানি।
তাতে তোমার আভিজাত্যও ফুটে উঠে বৈকি,
আমার ব্যথার অলংকারে তুমি হয়ে উঠো আরো মোহনীয়!

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments