জুডাসীয় পৃথিবী
সুশান্ত হালদার
‘উলঙ্গ দেহে উর্ধ্বগামী ঠ্যাং’
দৃশ্যের এই যে প্রকৃতি বিরুদ্ধ বিদ্রূপাত্মক বিদ্রোহ
তাকে যদি ব্রুটাসীয় ভাষায় ‘নৃশংস’ বলি
তবে মৃত্যুর পরিভাষা ‘চিরনিদ্রা’ বলেই জানি
ঝড়ের গতি বেড়ে গেলে টাইফুন বলে তাকে
উচ্চতাপে মেঘ হয় ঝর্ণা যদি
তবে কি বেঁচে থাকে সাঁতরে যাওয়া আঁকাবাঁকা নদী?
বিব্রতকর এই যে ঝুলে থাকা সাদাকালো কামিনী
সে-ও তো নিরূপায় ছুঁইছুঁই মাটি
তবে কি অক্ষম এই জীবনের বাসন্তী রাগিণী?
অবধারিত মৃত্যু জেনেও নির্মোহ হয়েছে যে ‘প্রকৃতি’
তাকেইবা কি করে বলি
কতটা সাংঘর্ষিক হলে….
নূহের ঝড়ে উড়ে যাবে অপঘাতে জর্জরিত জুডাসীয় পৃথিবী ?