আমার প্রেম তোমার কপালের টিপের সাথে – ফাত্তাহ তানভীর রানা

By Published On: April 26, 2022Views: 484

আমার প্রেম তোমার কপালের টিপের সাথে

তোমাকে প্রথম ভালো লেগেছিল, তুমি কপালে টিপ পড়েছিলে বলে
টিপের রঙ কালো
চোখের মণিও কালো
অদ্ভুত অন্ত্যমিলে আমি হারিয়ে যাই
ভালো লেগে যায় টিপ পড়া শ্যামাংগীকে
ভালো লাগে কালো রঙের টিপ।

লাল টিপ, নীল টিপ, কালো টিপ আরও কত না টিপ!
আজকাল মেয়েরা টিপ পড়ে নানা রঙের
প্রজাপতি টিপ, চাঁদ-তারা টিপ!
আরও হয়তো নাম না জানা কত-শত!

আমার প্রেম তোমার টিপের সাথেই;
টিপ করেছে তোমায় সুন্দরী অতি
তাইতো বেড়েছে প্রেম তোমার প্রতি।
আজ লাল, কাল কালো
কপালে টিপে লাগে তোমায় সুন্দর, বড্ড ভালো।
তোমার গালের টোল, কপালের টিপ
মনে হয় জ্বলছে প্রদীপ!

5 1 vote
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments