নির্বাসন
রাখী সরদার
দখিনা হাওয়া, তার পিছে পিছে
চলেছে পৃথিবীর পুরনো পথের ধুলো,
সঙ্গে লালচে হলুদ সব পাতা।
পাতাগুলো যেন এক একটি
ক্লান্ত মনের সন্ন্যাসী!
তথাগত, অনেকটা তোমার মতো যেন দিন হারা! অথচ প্রেমের শীর্ষ থেকে
মুঠো মুঠো বিস্ময়ে কি অপরূপ!
প্রেম কি বিমূঢ়! অনাসৃষ্টি?
নাকি জগতের একমাত্র সুবিপুল
অন্ধকার…
তথাগত, তুমি তো চির নন্দিত পুরুষ
তোমার তীব্র নির্লিপ্ততার মাঝেও
আমি হয়ে পড়ি মুহূর্তের
বাসবদত্তা, বেজে ওঠে নূপুরনিক্কণ!
তাও তুমি এত
করুণ! আমার নিভৃত সুখের
ভিতর ছুঁড়ে দাও তোমার যাবতীয়
অস্থির জিজ্ঞাসা!
ওগো হাওয়া,
এই প্রবল চৈত্রে হয় আমাকে নিক্ষেপ
করো তথাগতর প্রজ্ঞাময় প্রণয়ে,
নচেৎ আমাকে ছড়িয়ে দাও
তাবড় তাবড় বরুণ বৃক্ষের পুষ্পচক্রে
নিদারুণ ঘূর্ণি আসুক
তোমার বিসর্জন-চিন্তায় ঝরে যাই
এক মহাশূন্য থেকে আর এক
মহাশূন্যে…