পাবলো পিকাসোর রমণীগণ

By Published On: October 24, 2023
  • ফার্নান্দে অলিভিয়ার ।। জন্ম : ১৮৮১ , মৃত্যু : ১৯৬৬

একমাত্র মডেল ফার্নান্দে অলিভিয়ারের সাথেই সবচেয়ে দীর্ঘকালীন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন পিকাসো। প্রায় ৮ বছরের এই সময়টিতে অলিভিয়ারকে নিয়ে অসংখ্য ছবি এঁকেছেন পিকাসো। এমনকি বিবাহিতা ফার্নান্দের সাথে ১৯০৪ সালে পিকাসোর দেখা হওয়ার পর থেকে আর অন্য কারো জন্য তাকে মডেলিং করতে দেননি পিকাসো। ১৯৮৮ সালে পিকাসোর সাথে সম্পর্ক থাকাকালীন স্মৃতি নিয়ে তাঁর বই বের হয় যার নাম ‘Loving Picasso’।

পিকাসোর সাথে ছিলেন (১৯০৪-১৯১১)

  • ইভা গোয়েল ।। জন্ম : ১৮৮৫, মৃত্যু : ১৯১৫

১৯১২ সালে ফার্নান্দের সাথে পিকাসোর সম্পর্কের অবসান হওয়ার পর মার্সেলে হাম্বার্ট তথা ইভা গোয়েলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন পিকাসো। ক্ষণজন্মা ইভা সম্পর্কে খুব কমই জানা গেছে। ১৯১৫ সালে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে মারা যান ইভা।

পিকাসোর সাথে ছিলেন (১৯১১-১৯১৫)

  • ওলগা খোখলোভা ।। জন্ম : ১৮৯১, মৃত্যু : ১৯৫৪

পিকাসোর প্রথম স্ত্রী, তার প্রথম সন্তান পাউলোর জননী ইউক্রেনিয়ার নৃত্যশিল্পী ওলগা খোখলোভা। শিল্পী যখন রোমে ব্যালে প্যারেড ডিজাইন করছিলেন, তখন এই ব্যালে শিল্পীর সাথে তাঁর প্রেম হয়। তারা ১৯১৮ সালে রাশিয়ায় বিয়েও করেন। তাদের বৈবাহিক জীবন ছিল বিষাদ ও কলহপূর্ণ।

পিকাসোর সাথে ছিলেন (১৯১৭-১৯৩৫)

Picasso’s women: Fernande Olivier (clockwise from top left), Olga Khoklova, Marie-Thérèse Walter, Dora Maar, Françoise Gilot and Jacqueline Roque | Image source: telegraph.co.uk
  • মারি থেরেস ওয়াল্টার ।। জন্ম : ১৯০৯, মৃত্যু : ১৯৭৭

১৯২৭ সালে মারি ওয়াল্টারের সাথে যখন পিকাসোর প্রেম হয়, তখন তাঁর বয়স মাত্র ১৭।  ব্যাপারটা মারি অন্তঃসত্ত্বা হওয়ার আগ পর্যন্ত ওলগার অজানা ছিল, পিকাসো প্রায় আট বছর লুকিয়ে রেখেছিলেন এই সম্পর্কটির কথা। মায়া জন্মের এক বছর পরেই পিকাসো আবার দোরে মারের সাথে সম্পর্কে আবদ্ধ হোন। এই কষ্ট সহ্য করতে না পেরে ১৯৭৭ সালে আত্মহত্যা করেন মারি।

পিকাসোর সাথে ছিলেন (১৯২৭-১৯৩৬)

  • দোরে মার ।। জন্ম : ১৯০৭, মৃত্যু : ১৯৯৭

জন্মগতভাবে ক্রোয়েশিয়া এবং ফরাসি মিশ্র রক্তের হেনরিটা থিওডরা মার্কোভিচ, যিনি দোরে মার নামেই বেশি পরিচিত, একাধারে আলোকচিত্রী, চিত্রশিল্পী এবং কবি ছিলেন।  দোরে মার তার জীবনের শেষ দিনগুলো পিকাসোর সাথে কাটানো সুসময়ের কথা ভেবে অতিবাহিত করেন।

পিকাসোর সাথে ছিলেন (১৯৩৬-১৯৪৪)

  • ফ্রাসোয়া গিলত ।। জন্ম : ১৯২১…

১৯৪৩ সালে এই শিল্পকলার এই ছাত্রীর সাথে পিকাসোর প্রেম হয়। তাঁদের ঘরে ক্লদ ও পালোমা নামে দুটি সন্তানের জন্ম হয়।  গিলত পরবর্তীতে মার্কিন মুল্লুকের অগ্রগামী প্রতিষেধক আবিষ্কারক জোনাস সাল্ককে বিয়ে করেন। এখনো ছবি আঁকেন গিলত।

পিকাসোর সাথে ছিলেন (১৯৪৪-১৯৫৩)

  • জ্যাকলিন রোক ।। জন্ম : ১৯২৭, মৃত্যু : ১৯৮৬

ভ্যালারিসের মাদুরা পটারি স্টুডিওতে সহকারী বিক্রেতা ছিলেন জ্যাকলিন, এখানেই পিকাসো তার সিরামিকসের কাজগুলো করাতেন।  ১৯৮৬ সালে গুলি করে আত্মহত্যা করেন জ্যাকলিন।

পিকাসোর সাথে ছিলেন (১৯৫৪-১৯৭৩)

নান্দিক ডেস্ক

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Nandik Shop