মানুষ অপেক্ষা জানে
তপন বাগচী
দুটি কান খোলা আছে নিশ্ছিদ্র নিবিড়
একমুখে কত আর বলা যায়, তাই থাকে শব্দহীন চুপ
দুটি চক্ষু পেতে রাখি, অদৃশ্যের সূঁচিভেদ্য ভিড়
অন্তর নীরবে পোড়ে যেন অনিঃশেষ ধূপ।
দেখার সময় বটে! প্রাণভরে দেখে নিই সব
কিছুটা বুঝতে পারি, কিছু থাকে দুর্বোধ্য অজ্ঞেয়
শ্রবণে আঘাত করে কিছু কলরব
বুঝি না কে কারে ঊর্ধ্বে তোলে আর কারে করে হেয়।
চুপ মানে কেবলি নির্বাক জড় মুখে আঁটা ছিপি
চলতি বেফাঁস কথা ভুলেও বলি না
কখনো মানিনি নির্বিকল্প বিধিলিপি
জনস্রোতে দীর্ঘপথ হেঁটে যাই পরিচয় বিনা।
মানুষ অপেক্ষা জানে, চিনে রাখে সময়ের ফোঁড়
আশা করে, একদিন আসবেই সুবাসিত ভোর।