বৃদ্ধ পিতামহ
কচি রেজা
বাদাম ভেঙ্গে দেখি বৃদ্ধ পিতামহের মুখ
অসম্ভব শীত লাগলে আমি ইশতেহার পড়ি
ধার করে নিয়ে আসি দাঁত
মাঝে মাঝে মিছিল নামে গোড়ালিতে
পুনরুত্থান পর্বের তালিকা বানিয়ে
তীব্র বিরোধিতা করি চাবির
এখনও অষ্টাদশ শতকের চাবি দিয়ে যারা
ব্যাঙ্গ রচনা লেখে
গর্ভবতী হয়
টোটেম আর জাদুই কি তাদের ভবিষ্যৎ
আমার ভেতর রাতভর শিশু ও রুটি
পিছিয়ে যায় বিবাহ।