চতুরালি

By Published On: March 28, 2025Views: 3

চতুরালি
শিবলী মোকতাদির

সুরভি গুল্মের গোছা, খসখসে; বেড়েছে সূর্যের প্রখরতা
পাথুরে লবণ পায়ে গেঁথে যায় অবিন্যস্ত কণামাত্র কথা
নারীকে সামনে রেখে চলে চাঁদ, অভিযানে গোটা পরিবার
ধারালো পোশাক পরে ছমছমে ছন্দে বাজে কমনীয় হার।

যেতে হবে দূর দ্বীপপুঞ্জে, বৃষ্টি কেটে সুরসাঙ্গ লীলাখেলা
শুরু ও সমাপ্তি নিত্য বিকশিত, আঁচলে সোনার স্বর্ণবেলা
তারা জ্বলে জ্বলন্ত অঙ্গারে পুরোনো বন্ধুর দায়সারা মুখ
বধূ বিবাহিত, কপচানো ভাই বোন মরে-অদৃশ্য অসুখ।

বাবার ছায়াটি বড় স্থির, ওপাশে মাÑমনে হয় রিলেটিভ
আপেল আঙুর সত্যি মিথিক্যাল কল্পিত কৈলাশে থাকা শিব
পথে কেল্লা, শুধু কবন্ধের সারি দিক চিড়ে নামে ধূমকেতু
আমার মৃত্যুকে আঁকি চকে তোমার বর্শায় ভেঙে পড়ে সেতু।

0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments