কবি শৈবাল আদিত্য'র জন্ম ১৬ আগষ্ট, ১৯৭৫ সালে, বাংলাদেশের কুষ্টিয়া জেলায়৷ পেশায় সাংবাদিক ও নির্মাতা৷
কুষ্টিয়া মিশন প্রাইমারী স্কুলে ক্লাস ফাইভে পড়াকালীন ১৯৮৫ তে প্রকাশিত হয় তার প্রথম ছড়াগ্রন্থ 'মজার ছড়া'৷
প্রকাশিত কাব্যগ্রন্থ— 'ঈশ্বর নয়, আমিই স্রষ্টা' (১৯৯২), 'মুদ্রা ছিলো না, কিছু মুদ্রাদোষ ছিলো' (১৯৯৫), 'বিনিময় হোক, বিনিদ্র ডাহুক' (১৯৯৬), 'এ গ্রহে আগ্রহে, অনুগ্রহে' (২০১২)৷
কবিতা ছাড়াও ছড়া, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস, রম্যরচনা, কাব্যনাটক,
গান, মঞ্চ ও টিভি নাটক লিখেছেন
এবং নাটকের নির্দেশনা দিয়েছেন৷
১৯৯৫ সালে ইংল্যান্ডের 'ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফাউন্ডেশন' কর্তৃক পারমানবিকবিরোধী কবিতার জন্যে 'আইপিএফ স্বর্ণপদক' লাভ করেন৷ এছাড়া পেয়েছেন 'অরণ্য নাট্যাঙ্গন সম্মাননা' (১৯৯৭), 'মাষ্টারদা সূর্যসেন পদক' (২০১২), 'লালন সংসদ পদক' (২০১৫), 'কন্ঠস্বর, কুষ্টিয়া পদক' (২০১৮)৷