শারীরিক সম্পর্ক কোনো দুর্ঘটনা নয়, যৌনতা কোনো দুর্ঘটনা নয়, সেক্স(Sex) কোনো দুর্ঘটনা নয় ইহা ঘটানো হয়।
আপনি আপনার প্রেমিক বাবা প্রেমিকার ব্যাপারে এরকম কিছু ঘটনা চক্রে জানতে পারলেন, যে আপনার সাথে সম্পর্ক হওয়ার আগে তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কও ছিল। এ ব্যাপারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে জিজ্ঞেস করলেন বা জানতে চাইলেন। তখন উত্তর পেলেন, এটাতো একটা দুর্ঘটনা ছিল, তখন আমি খুব ডিপ্রেশনে ছিলাম বা এই-সেই। সে আমাকে খুব সঙ্গ দিতো, আমার সবসময় পাশে থাকতো, আমার সমস্ত কিছু জানতো। যাইহোক একটা সম্পর্ক হয়ে গিয়েছিলো যেটা আমি এখন ভুলে গিয়েছি আমি ভাবি সেটা একটা দুর্ঘটনা ছিল।
কিন্তু আসলেই কি এটা সম্ভব? একটি শারীরিক সম্পর্ক দুর্ঘনা বলে কি সেটা ভুলে যাওয়া সম্ভব? একটি শারীরিক সম্পর্ক কি দুর্ঘটনা হতে পারে? আজব ব্যাপার, ধর্ষণ আলাদা বিষয় যেটা জোরপূর্বক যৌনাচার অনিচ্ছায় কিন্তু এটাতো ইচ্ছাতে। আপনি প্রেমিক বা প্রেমিকা হয়ে শুনছেন আর আপনি এটাকি মেনে নেবেন? আজব ব্যাপার এটা কিভাবে হয়।
শারীরিক সম্পর্ক সংগঠিত করার জন্য একটা আয়োজন লাগে, একটা বিশাল আয়োজন। সেক্ষেত্রে এমনি এমনি কাপড় খুলে যায়, আহ্হ ছিহ্ আজব ব্যাপার। এটা কিভাবে দুর্ঘটনা হয়? এটা কি যানবাহন যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর একটা দুর্ঘটনা হয়েগিয়েছে। আজব ব্যাপার। নাহ্ সম্ভব না এটা দুর্ঘটনা বললে কি আর বলবো। মানে আপনি কি বলবেন। আপনি মেনে নেবেন বিষয়টা? আপনার প্রেমিক বা প্রেমিকা বলছে যে এরকম একটা বিষয় যেটা সে দুর্ঘটনা বলে ভুলে গিয়েছে।
আসলে এটা দুর্ঘটনা না। যা স্ব ইচ্ছাতে হয়, দুর্ঘটনাতে স্ব ইচ্ছাতে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ছোঁয়াছুয়ী সম্ভব হয় এটা কিভাবে দুর্ঘটনা হয়। না এটা দুর্ঘটনা না আসলে।
মেনে নেওয়া বা না মেনে নেওয়া এটা আপনার উপর, পরিচিস্থিতির উপরে। তার মানে কি ওরকম সম্পর্ক আরো সংগঠিত কি হতে পারেনা? দুর্ঘটনা কি একটাই হয়। যেটা স্ব ইচ্ছাতে, যে দুর্ঘটনা হয়েছে সেটা আবার হতে পারে। নাহ্, শারীরিক সম্পর্ক দুর্ঘটনা না। এটা ঘটানো হয়, স্ব ইচ্ছায় ঘটানো হয়। এটা বিশাল আয়োজন করে ঘটানো হয়। জনসমূক্ষের বাইরে গিয়ে ঘটানো হয়। আসলে না এটা সম্ভব না। আপনি মেনে নেবেন নাকি নেবেন না সেটা আপনার ব্যাপার। এরকম ঘটনা আছে বহু আছে।
নাহ্। কিন্তু যাইহোক মেনে নেয়া হোক বা মেনে না নেয়া হোক, শারীরিক সম্পর্ক যেটা স্ব ইচ্ছায় হয় সেটা কখনো দুর্ঘটনা হতে পারেনা। একটা সম্পর্ককে কলঙ্কিত করে আরেকটা সম্পর্কে চলে আসার মাদ্ধম তো দুর্ঘটনা হতে পারে না। তাই না।
কিন্তু শারীরিক সম্পর্ক কখনোই দুর্ঘটনা না। কখনোই দুর্ঘটনা না। এটা ঘটানো হয়।