শাগাল ও অন্যান্য কবিতা

By Published On: March 28, 2025Views: 34

শাগাল ও অন্যান্য কবিতা
শিশির আজম

শাগাল

কোন গ্রাম আমি পুষে রাখিনি আমার নীলাভ কুয়াশায়
ঠিক যাকে আমরা গ্রাম বলি
আর মাংসময় আকাঙ্ক্ষা ঢেকে রেখে সত্যি তেমন কিছু পাবো কি এখন

কাকেই বা গ্রাম বলা যায়
মানে কী কী উপাদান বা প্রকৃতির সম্মিলন হলে
তাকে ঠিক গ্রাম হিসেবে বিবেচনা করা যেতে পারে

শাগালকে জিগ্যেস করে লাভ নেই

প্যারি
যে শহরটাকে ও চেনে
সেই শহরটাও তো অনেক উঁচুতে মানুষের মাথার ওপর
উড়ে উড়ে বেড়ায়
আর দেখে মানুষের শয়তানি

কিবরিয়া

‘কেমন পেইন্টার তুমি, তোমার সম্পর্কে বাজারে তো কোন মিথ চালু নাই?’
জিগাইলাম কিবরিয়াকে,
‘অথচ তোমার বন্ধুরা একেকজন তো কিংবদন্তী!’
বাগানের দিকে দোতলার বারান্দায় রেলিঙে হেলান দিয়া
দাঁড়ায়ে ছিলেন কিবরিয়া,
ফুলের গন্ধ আসতেছিল
কোন্ ফুলের গন্ধ সেইটা ঠিক বুঝি নাই
কিবরিয়াকে জিগ্যেস করলে উনি বলতে পারতেন
কেননা
উনি জানেন ফুলের ফুটে ওঠার যথাযথ মাত্রা টেক্সচার পরিপ্রেক্ষিত।
খানিক পর আমার দিকে তাকায়া উনি হাসলেন
কি কমনীয় সে হাসি
কি নিষ্কলঙ্ক!
এই হাসিটাই তো কিংবদন্তী হয়া উঠবার পারে
আর মিথ।
না কি অর মিথ হয়া উঠবার দরকার নাই
অর তো রইছে গভীর গভীরতর অসুখী ক্যানভাস
পেটেন্টবিহীন
অর রং প্যাস্টেল কাঠকয়লা…

1 1 vote
Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments