ভিনসেন্ট ভ্যান গখ (১৮৫৩-৯০) ঠিক কটি ছবি এঁকেছিলেন
যদি এমন কোনও বই হাতে এসে পড়ে যেখানে কালানুক্রমিকভাবে প্রায় সমস্ত পেইন্টিং একজায়গায় পাওয়া যায় আর সাথে থাকে প্রতিটি ছবি আঁকার নেপথ্য কাহিনি। তো কেমন হয়!
শুধু তাই নয়, যদি ভ্যান গখের নিজের লেখা, চিঠি,বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং ছবির পাশাপাশি প্রায় একটা প্যারালাল টেক্সট-এ ছবির বিবর্তনের ইতিহাসকে ধরা থাকে সেই বইতে।
জীবনের প্রথম পেইন্টিংটি কবে এঁকেছিলেন ভ্যান গখ? অক্টোবর ১৮৮১-তে আঁকা একটি ছবি।২৮ বছর বয়সে।একটি ছেলে উবু হয়ে বসে ঘাস কাটছে।
আর শেষ ছবিটি? ২৯ জুলাই ১৮৯০ নিজেকে গুলিবিদ্ধ করে আত্মহত্যা করবেন আর জুলাই মাস জুড়ে আঁকা ছবি জুড়ে গমক্ষেতে কাকের উড়ে যাওয়া। যেন ভ্যান গখেরই অল্টার ইগো এই কাক।
মোট ৮৭১ টি ছবি। যেন ৮৭১ টি জানালা। কোনও একটিতে চোখ পাতলেই যেন চোখ পাখি হয়ে উড়ে যাবে।
একজন শিল্পীর প্রকৃষ্ট উদাহরণ ভ্যান গখ। ঠিক যেমন হওয়া উচিত একজন শিল্পীর।তাই কী জীবনানন্দ দাশের উপন্যাসের নায়ক ভ্যান গখের ‘মালবেরি ট্রি’ ছবিটি অনেকক্ষণ ধরে বসে বসে দেখে।
এই বইটা হাতছাড়া করি না। মন খারাপ হলেই বইটির কাছে আশ্রয় নিই।আরেকটা কারণ আছে।প্রায় ৮০০ পৃষ্ঠার বইটি আমাকে উপহার দিয়েছিল আমার পুত্র।