স্বপ্নের আবীর
আমার চোখের কোনে যে স্বপ্ন দেখো,
সে তো তোমার ছায়া।
আমার কন্ঠে যে অনুরাগের ছোঁয়া পাও,
সে যেনো তোমার আবেগের শিশিরের ফোঁটা।
অন্ধকারের ভাষা আমি জানি,
আমি তা উৎকর্ণ হয়ে শুনি, তুমি জানো কি তা।
তোমার তুলতুলে কথার ঝংকার
আমি দূর হতে শুনতে পাই, অমোঘ গর্জনে।
তোমার আঁকা ছবি নিয়ে,
আমি চোখ মুদি স্বপ্নের আবীর মেখে।
মনের আকরে দুলতে থাকে ছায়াটি
আর আমি ক্রমাগত ডুবে যাই অজানা আঁধারে।।
জলকনা
আকাশ কাঁপিয়ে এলো বৃষ্টির ধারা,
আমাদের ফেরা হলো না।
দীর্ঘ জলঝরা রাতের প্রহরে
আমাদের ক্লান্ত চোখের পাতায়
স্বপ্নেরা হোঁচট খেয়ে ;
সামলে নেয় নতুন সময়।
তাপের দাবদাহ থেকে মুক্তির স্বাদ
কিছুটা বিস্বাদের আরতি ছড়ায়।
আমাদের আর ফেরা হলো না
বৃষ্টির ফোঁটায় প্রতিক্ষীত জলকনারা!