অব্যক্ত উক্তি মায়ের প্রতি

By Published On: May 11, 2025Views: 20

অব্যক্ত উক্তি মায়ের প্রতি
মাহবুবুল ইসলাম

মা
তোমাকে দেখতে আসা হয় না!

এই ছুটির দিনে ঐ অনুষ্ঠান;
সেই ছুটির দিনে ঐ দাওয়াত;
শুক্রবার বাচ্চার ক্রিয়েটিভ স্কুল;
কোন ছুটির দিনেই সময় হয়ে উঠে না!
মা, তোমায় দেখতে যাওয়ার!

অথচ এমন হওয়া কথা ছিলো না; মা!

আমরা ধীরে ধীরে বড় হয়ে পরগাছা হয়ে মূল গাছটাকেই গিলে ফেলেছি!

মা,
আমার ভালো লাগে না এই নগর-শহর!

এর চেয়ে অনেক ভালো ছিলো আমার ধুলো মাখার পথ, আমার সারাদিনের
ক্লান্তি শেষে তোমার কাছে ফেরা মা!

এই জীবনের চেয়ে অনেক ভলাো ছিলো রুমালে বাঁধা স্কুলের বই!

এই জীবনের চেয়ে অনেক ভালো ছিলো ইচিং বিচিং, গোল্লা ছুট জীবন আমার!

এই নাগরিক জীবনের চেয়ে অনেক ভালো ছিলো আমার মেঠো পথের জীবন; জল
জংলার জীবন!

মা;
আমি তোমার কাছে ফিরে যেতে চাই!

মা; আমার এই প্রতিকূল জীবন দুর্বিসহ লাগে!

মা ;
আমি তোমার আঁচলে মুছতে চাই আমার সারাদিনের ক্লান্তি!

মা;
আমি ফিরে যেতে চাই তোমার জঠরে!
থাকতে চাই আজন্মকাল সেখানে!

আমি যেখানে আছি তা হলো পার্থব জঠর!
এখানে শুধুই প্রতারণা!
শুধুই অবহেলা!
শুধুই অবজ্ঞা!

মা; আমাকে ফিরিয়ে নাও তোমার জঠরে!

আমাকে মুক্তি দাও এই অভিশপ্ত জীবন থেকে!

মা, তোমাকে দোখতে যাওয়া হয়না-
নানা অজুহাতে!

মা : আমাকে ক্ষমা করো!

কখনো মাকে বলা হয়নি
মা
তোমার শরীরের ঘ্রাণের চেয়ে তোমার শাড়ীর আঁচলের ঘ্রাণ আমার ভালো
লাগে!

কখনো মাকে বলা হয়নি
মা
শৈশবে যেভাবে তুমি চুল আঁচড়ে দিতে সেভাবে আমার চুল আঁচড়ে নিতে মন চায়!

মায়ের আঁচলে যতোই লেগে থাকুক সংসারের জঞ্জাল
মাছ কোটা কিংবা হলুদ বাটার গন্ধ
তবু মায়ের আঁচলের ঘ্রাণ যে কোন প্রসাধনীর থেকে তীব্র আকর্ষনীয়!

মা
আমার শৈশব লুকিয়ে আছে তোমার আঁচলের নীচে!
তুমি কি আমাকে আমার সে শৈশব ফিরিয়ে দিবে!

মা
আমি আজ বড্ড ক্লান্ত
আমি আজ বড্ড শ্রান্ত
আমাকে একটু তোমার আঁচলের নীচে স্থান দিবে

যেমন বৃষ্টি থেকে বাঁচতে স্থান পায় মুরগীর বাচ্চা গুলো তার মায়ের পশমের
ভেতর!

মা
এই নাগরিক সংসারে শুধুই অভাব অনটন স্নেহের; ভালোবাসার!

মা
কেন তুমি শৈশবে দিয়েছিলে এতো কিছু
যার অভাব ঘুচবে না কিছুতেই কোদিন!

কখনো মুখ ফুটে বলা হয়নি
মা তোমাকে ভালোবাসি!

মা
বড় হয়ে জেনেছি
বড় হলে শৈশব হারিয়ে যায়
শৈশব হারিয়ে জেনেছি
জীবন মূল্য হীন!

মা
তোমার একটি শাড়ি রেখো

যার আঁচলের ঘ্রাণে আমার
মৃত্যু তৃপ্ত হবে!

মা
তোমাকে বলা হয়নি
একান্নবর্তী পরিবারে তোমাকেই কাছে পেছি সব চেয়ে বেশি!

মা
তোমার আঁচলের ঘ্রাণ এখনো পাই
তবে কি আমার শৈশব কাটেনি এখনো!

তবে যে আমাকেও ধরতে হয়েছে কোন এক সংসারের হাল!
তবেকি হারিয়ে ফেলেছি শৈশব!

মা
একটি আঁচল জুড়ে আমার শৈশব স্মৃতি ভুলতে পারি না মা!

5 1 vote
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments