আজ নাট্যদল অনুস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
২০১৯ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠিত হয় নাট্যদল অনুস্বর। আজ দলটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। জন্মের মাত্র এক বছরে মাথায় অনুস্বর মঞ্চে এনেছিল বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে মোহাম্মদ বারী’র নির্দেশনায় নাটক ‘অনুদ্ধারণীয়’। এছাড়াও অনুস্বর ৬ নভেম্বর ২০২০ মঞ্চে আনে আর্থার মিলারের দ্যা প্রাইস অবলম্বনে মোহাম্মদ বারীর নির্দেশনায় নাটক ‘মূল্য-অমূল্য’।
১২ ফেব্রুয়ারি ২০২১ এ মঞ্চে আনে মাহবুব আলমের রচনা ও সাইফ সুমনের নির্দেশনায় নাটক ‘তিনকড়ি’। অনুস্বর প্রযোজনায় সুমন মজুমদারের রচনা এবং শাকিল আরিফ ও সুমন মজুমদার নির্দেশিত পথনাটক ‘বন্ধঘড়ি’ও মঞ্চস্থ হয়। অনুস্বরের প্রতিটি প্রযোজনাই দর্শকনন্দিত হয়েছে।
এছাড়াও দলটি ‘বিকেন্দ্রী অভিমুখ নাট্য অভিযাত্রা’, অনলাইনে বিষয়ভিত্তিক- ‘যুক্তি-তর্ক-আড্ডা’, পাঠচক্র ইত্যাদি কর্যক্রমে সক্রিয় আছে।
দুই বছরপূর্তিতে ‘অনুস্বর’ সকল নাট্যদর্শক, সুহৃদ সদস্য, নাট্যবন্ধু ও শুভানুধ্যায়ীগণকে শুভেচ্ছা ও প্রণতি জানিয়েছে।
সাম্প্রতিক প্রযোজনা ‘তিনকড়ি’ ও ‘মূল্য অমূল্য’ নাটকের দু’টি দৃশ্য
মোহাম্মদ বারী
দলপ্রধান
অনুস্বর