হাঁটা
একাই হাঁটবে? হাঁটো দোষ নেই
তবে সে হাঁটায় কোনো জোশ নেই
একা যদি হাঁটো গতি হবে ধীর, শুরুর কিছুটা পরে
বলবে, ও মন লাভ নেই হেঁটে, চলো যাই নিজ ঘরে।
মন বলে তার হাত ধরে হাঁটি
বেণীদুটো ধরে করি ঘাঁটাঘাটি
জীবনের মানে হেঁটে হেঁটে চলা
সাথে হাঁটবে যে, তাকে কিছু বলা
কিন্তু বলবে কাকে?
আসে কাছে যারা চলে যায় তারা, হারায় পথের বাঁকে।
আসবে সে যাবে, আবার আসবে নতুন কেউবা পাশে
বলবে সে এসে মৃদু হেসে হেসে, ঐ দেখো চাঁদ ভাসে।
আমি তুমি মিলে এসো চাঁদ দেখি
সূর্য বা চাঁদ কিছু নয় মেকি
মেকি নয় ভালোবাসা
মেকি নয় নদী, সাগর, পাহাড়
সুখ দুখ কাঁদা, হাসা।
মেকি নয় হাতে হাত রেখে হাঁটা
পায়ের তলাতে ছোট বড় কাঁটা
হাঁটবে না তাই, বলো?
বলবে না তাকে? এসো ভালোবাসো, পাশাপাশি হাঁটি চলো।
হেঁটে হেঁটে যাবে
একে ওকে পাবে
আবার হারাবে, জেনো
জীবনের হাঁটা কন্টকময় এই সত্যিটা মেনো।