দেখতে দেখতে অমর একুশে বইমেলা ২০২৫ অতিবাহিত হচ্ছে। আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৫, এবারের বইমেলার শেষ দিন। এরই মধ্যে “নান্দিক” থেকে প্রকাশ হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ। কবিতা, উপন্যাস এবং আখ্যান গদ্যের বিচিত্র বিষয়ভিত্তিক প্রকাশনা করেছে নান্দিক।
এবারের বইমেলার উল্লেখযোগ্য বইগুলো হলো-Cosmic Mad (মহাজাগতিক পাগল), যদি কোথাও মায়া রহিয়া যায়, অনন্তে মিশে যাই, মালোত, আহ! বাংলাদেশ, মনতটিনী, নবাব ফয়জুন্নেসা ইত্যাদি।
আজ বইমেলার ২৭তম দিনে নান্দিক সম্পাদক কবি ইসমত শিল্পীর আখ্যান গদ্য “যদি কোথাও মায়া রহিয়া যায়” বইটি মেলায় প্রবেশ করেছে।
২৮শে ফেব্রুয়ারি মেলার শেষ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ইসমত শিল্পীর “যদি কোথাও মায়া রহিয়া যায়” বইটির মোড়ক উন্মোচন করার প্রয়াশ ব্যাক্ত করেছে “নান্দিক” পরিবারের সদস্যগণ।
বিকাল ০৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে ২৬৭ নং স্টলের সামনে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের মাধ্যমে নান্দিক পরিবারের সদস্যদের আনন্দ আড্ডার আয়োজনের মধ্য দিয়ে “নান্দিক” এবারের অমর একুশে বইমেলা ২০২৫ ইতি টানছে।
সকলকে “যদি কোথাও মায়া রহিয়া যায়” বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত থাকার আমন্ত্রণ রইলো।