By Ismat ShilpiPublished On: May 11, 2025Views: 12
সম্পাদকের কথা
মাকে নিয়ে চিঠি। কেন এই ভাবনা! হ্যাঁ, তাই তো; মাকে তো সকলেই ভালোবাসি। খুব ভালোবাসি। মায়ের মমতা, আদর, মায়ের আঁচলের ছোঁয়া সকল সন্তানের কাছেই চুড়ান্ত আপন। সন্তান হিসেবে অনেক বড় হয়ে গেলেও মায়ের কাছে শিশুর মতোন। কিন্তু ভেবে দেখি তো- মাকে কি আমরা হৃদয় নিংড়ে সকল অনুভ’তির কথা বলতে পেরেছি? মা সবসময় থাকে না, মায়ের সবকিছুই থেকে যায়। সঙ্গ হয়ে থাকে মায়ের কথাগুলো। মাকে না-বলা কথাগুলো আমাদের অনুবোধে স্থায়ী হয়ে থাকে অমৃত্যু।
আজ তাই চিঠির মধ্য দিয়ে মায়ের কথা উজাড় করতে চেয়েছি- নান্দিকের এই সিজনে। “মায়ের জন্য লেখা” তে।
চিঠির সুবিধা হল মুখোমুখি দাঁড়িয়ে যে কথা বলা যায় না কালির আঁচড়ে তা অনায়াসে প্রকাশ করা যায়। চিঠির সেই একটা মাত্র কথা – সেই অনেক। সেই সুন্দর সেই ভীষণ; সেই হাসির ঝিলিকে মিটিমিটি, সেই কান্নার কাপনে ছলছল। শান্ত অথবা স্থির। অচঞ্চল। চিঠি কথাগুলোই যেন সৃষ্টির স্রোত – যে দিচ্ছে আর যে পাচ্ছে, সেই দুজনের কথা এতে মিলেছে, সেই মিলনের রূপের ঢেউ। সেই মিলনের জাদু। দূর নিকটের ভেদ ঘটে এই চিঠিতেই। স্রোত বয়, না হলে জীবন চলে না। সেই যেন মক্তি।
“মায়ের জন্য লেখা” একটি উপলক্ষ্য মাত্র। এ-তো একটি দিনেই শেষ হবার নয়। মা যে চিরন্তন। চিরকালের আলোর স্পর্শ হলো, মা। মা’কে নিয়ে আমাদেও কথাগুলো লিপিবদ্ধ থাকুক নান্দিকের এ পর্বে।