আলবাট্রস
– জয়ন্ত চট্টোপাধ্যায়
আমার সুপ্ত আবেগের চোরাস্রোতে
ভেসেছিলো সব যুক্তির বেড়াজাল,
কিছুই বুঝিনি নিজের পাওনা ছাড়া
ছুঁড়ে ফেলে দিয়ে আর সব জঞ্জাল।
দিয়েছেন আজ মৃদুচুম্বনে ছুঁয়ে
চুলের ভিতরে নম্র বিলিটি কেটে,
দাবী মানবোই সত্যি বলছি আমি
পিছিয়ে আসবো পেছনের পথে হেঁটে।
বন্ধন-সুতো অতি দূরে বাঁধা জানি
সেখানেও আছে মানবিক সঙ্কট,
আমার কিছুই প্রয়োজন নেই আজ
ভরা থাক জলে বন্ধুর প্রিয় ঘট।
ভাসছি গভীর ভরা নদীপথে একা
দু’হাতে বৈঠা, পুরাতন ভাঙ্গা ভেলা,
আমার ভাসান অনন্ত দিকহীন-
কাটুক রুদ্ধ কালোরাত, সারাবেলা।
আপনার নেই কোনো বাস্তব দায়
মেলুন আকাশে এলবাট্রসের ডানা,
পেছনে থাকুক ক’টি সন্ধ্যার ছবি,
মলিন চাদর- স্মৃতির সুতোয় বোনা।