বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের প্রয়াণ
বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কবি হেলাল হাফিজের প্রয়াণ। কবির ভক্ত অনুরাগীতে ভরে ওঠে পিজি হাসপাতালের জরুরি বিভাগ।
আজ (১৩.১২.২০২৪) শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে হোটেল সুপার হোস্টেলের প্রক্ষালন কক্ষে আকস্মিকভাবে পড়ে গিয়ে আহত হন কবি। অতঃপর পিজি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কবিকে মৃত ঘোষণা করেন।
বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কবি হেলাল হাফিজের প্রয়াণে কবির ভক্ত অনুরাগীরা ভারাক্রান্ত হয়ে ওঠেন। কবির পরিচিত শুভানুধ্যায়ী ও ভালোবাসার মানুষে ভরে ওঠে পিজি হাসপাতালের জরুরি বিভাগ।
জানা যায় আগামীকাল সকাল এগারোটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর জাতীয় প্রেসক্লাবে। রাষ্ট্রীয়ভাবে কবিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।