ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি শহরে এই গণ অভ্যুথান এর সময় করা হয়েছে অনেক গ্রাফিতি।
কিছু আগস্ট ৫ এর আগে, কিছু পরে। কিছু ক্ষোভের, কিছু আশার।
কালের আবর্তে এই গ্রাফিতি গুলো হয়ত হারিয়ে যাবে, কিন্তু আমরা মনে করি, প্রতিটি গ্রাফিতি এমন কিছু সত্যকে ধারণ করেছিল, যা পরবর্তীতে আমাদের মনে রাখা দরকার। গণ মানুষের দাবি এবং আকাঙ্ক্ষা বোঝা যাবে এ গ্রাফিতি থেকে। এবং একই সাথে, একটা শহর এর বিমূর্ত দেয়াল কিভাবে একটা সময় এর সাক্ষী হয়ে থাকে, সেটা তুলে ধরতে আমরা আগ্রহী।
অনেক গ্রাফিতিই আপনার মনে দাগ কেটেছে, আপনারা অনেকেই সেই গুলোর ছবি তুলেছেন, আমরা সেই সব ছবি দিয়ে একটি অনলাইন আর্কাইভ তৈরি করছি।
Share:
Subscribe
Login
0 Comments
Oldest