যার যেমন বনতুলসী
আমার লগে কম্পিউটারের কি-বোর্ড চলে না
মানে ঐ কি-বোর্ডের লগে
আজো
আমি মানায়ে নিতে পারি নাই
এর কারণ কী
হ্যা বনতুলসী জানে কাগজ আর কলমের লগে
আমার রিলেশানটা এ্যান্টিক আর টলারেন্ট
রাতের কালি
দিনের তৈলাক্ত পাহাড়
জবাগাছ
যা হোক আমার বন্ধুদের তো আমি ত্যাগ করি নাই
আর
যারা আর্কিওলোজির ওপ্রে পড়াশুনা করতেছে
আর
পিট সিগাররে খুন কইরা
যারা আমার রক্তের ওপ্রে
টোকা মার্তেছে
জানি
ওদেরও আমি এড়াইতে পারবো না