ভালোবাসা
ভালোবাসা এক ধরনের পুড়ে এবং পোড়ায়
যে পুড়তে ভালোবাসে সে অঙ্গার হোক
দারুণ তীব্র খাঁক হয়ে যাক।
যে পোড়াতে ভালোবাসে সেও অঙ্গারিত হোক
টুকটুকে লাল অগ্নি হয়ে যাক।
পুড়ে এবং পোড়াতে,
পায়ে পায়ে গড়াতে গড়াতে–
যদি একদিন ভালোবাসা এসে যায়।
ভালোবাসা হচ্ছে পথের ধুলো
হৃদয় দিয়ে জড়িয়ে রাখা যায়।