আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস।১৯৯৯ সালে ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা) দ্বারা ঘোষণা করা হয় এই দিনটিকে। মূলত এর কারণ ছিল “কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে ভাষাগত বৈচিত্র্যকে সমর্থন করা এবং বিপন্ন ভাষা শোনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে”। এর উদ্দেশ্য হল সারা বিশ্বে কবিতার পঠন, লেখা, প্রকাশনা এবং শিক্ষার প্রচার করা এবং মূল ইউনেস্কোর ঘোষণা অনুসারে, “জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন স্বীকৃতি এবং প্রেরণা দেওয়া”।
Share:
Subscribe
Login
0 Comments
Oldest