সেই ঢাকা এই ঢাকা
সোহেল মল্লিক
একদিন ঢাকা ছিল খুব ফাঁকা ফাঁকা
চারপাশে ছিল তার কতো রঙ আঁকা
সস্তায় মিলে যেত চাল-ডাল-গুড়
শান্তি ও সুখে ছিল মন ভরপুর।
মাঠ-ঘাট-হাট ছিল, ছিল খালবিল
শাপলা ও জলে ভরা ছিল মতিঝিল
রমনার মাঠে হতো ঘোড়দৌর খেলা
শাহবাগ ছিলই তো বাগিচার মেলা।
গাবতলী হাটে হতো কতো কেনাকাটা
ধূপখোলা মাঠে গেলে জুড়াতোই গা-টা
বুড়িগঙ্গায় ছিল টলটলে জল–
পরিযায়ী পাখিদের কতো কোলাহল!
গেন্ডারিয়ায় ছিল ধনীদের বাস
ধানমণ্ডিতে হতো কতো ধান চাষ
এলিফ্যান্ট রোড দিয়ে হেঁটে যেত হাতি
শিয়াল আর বানরের ছিল মাতামাতি।
ঘোড়াশাল থেকে ঘোড়া কাঁটাবনে এসে
রাতশেষে দিন হলে নেমে যেত রেসে
শুনশান গুলশানে ছিল ঝোপঝাড়
নৌকোয় চড়ে লোকে হতো পারাপার।
লালবাগে আজও আছে সেই কেল্লা
আহসান মঞ্জিল স্মৃতি-জেল্লা
ফুলবাড়িয়ায় ছিল রেলেস্টেশন
জোড়াঘোড়া টমটম রোড জনসন।
ফাঁকা ফাঁকা সেই ঢাকা আজ আর নেই
প্রতিদিন শত শত লোক বাড়ছেই
মিছিলের মতো লোক ফুটপাথে হাঁটে
যানজটে রাস্তায় বেশিসময় কাটে।