যৌনতা’র ইতি-যৌনযুদ্ধ ও সমাপ্তি
সুদীপ্ত মাহমুদ
গল্প ০১
বহুকাল তো হলো মাখামাখি ও জড়াজড়ি! কতো আঁধার জয় করলাম দুজন। এসব আবার জয় করাও না। আসলে দুর্বল গোপন এক যৌনতা।
-হ্যাঁ, আসলেই তাই। একই শরীরে আর কত। এতদিন যুদ্ধ করলাম-যৌনযুদ্ধ।
আসলেই, যুদ্ধের পর-ই তো আসে শান্তি।
-তাহলে আসুক শান্তি।
নতুন শরীরে নতুন উদ্যমে আবার শুরু করবো।
-হ্যাঁ, বিচ্ছেদহীন আর বিনা রক্তপাতে।
দুজনই থাকবো। শুধু হবে সম্পর্ক’র পরিবর্তন।
-কী সম্পর্কে থাকবো? কী সম্পর্ক হবে!;
তুমি আমাকে সাবলীল সুরে ‘ভাই’ বলে নিনাদিত করো।
ইতি-