অসেন, পাখিটাকে ধরে ফেলি!
অসেন, পাখিটাকে ধরে ফেলি!
খাঁচার ভেতর পাখিটা কেমনে আসে যায়
ত্রিশ হাজার বছর ধরে দেখা হয়েছে
আসেন এবার পাখিটাকে ধরে ফেলি!
নো প্রতারণা! নো ভেল্কিভাজি
সার্কাস-টার্কাস
শিকার বা অশীকার
স্বীকার বা অস্বীকার
পাখিটাকে ডিস্ট্রার্ব না করে বলি
রে পাখি তুই হয়ে যা আমি
আমি হয়ে যাই তুই
চল সীমিত খাঁচায় অসীম প্রণয়ে নিকা করি
বসন্ত প্রার্থনা
মাবুদ হয় আকাশ থেকে এসে হাতটা ধরো
অথবা এমনই থাকতে দাও; সরো!
নিদ্রা, সামান্য তন্দ্রা ও শস্যক্ষেত
থাকো অসামান্য জাগরণসমেত!
জীবনবাজি
সম্ভবত; উড়ন্ত পাখিরা মৃত্যুর কথা ভাবে না।
কারণ উড়তে থাকা মানেই জীবনবাজি।
সুতরাং উড়তে থাকো।
বাদ দাও হাবিজাবি