যোগ বিয়োগ
জীবননদীর কূলে কূলে যোগ হয় অনেক কিছু
যোগের সাথে সমান্তরাল বিয়োগ ছোটে পিছু।
জন্মযোগ আর বিবাহযোগ, অর্থযোগও আছে
যোগের মানে যুক্ত করা দূরের থেকে কাছে।
দিনের পরে রাত আসে আর রাতের পরে দিন
এক এর সাথে এক যোগে দুই, দুই আর একে তিন।
যোগ বাড়াতে যোগাযোগের বিকল্প নেই জানি
সংখ্যা যখন বাড়বে জেনো হবেই টানাটানি।
নারীর সাথে মিললে পুরুষ প্রেমের যোগ হয় শুনি
এই যোগে হায় ডুব দিয়েছে অনেক ঋষি, মুনি।
যোগের পরে বিয়োগ শুরু, বিয়োগ মানেই ছেদ
বিয়োগ আছে হরেক রকম, অনেক ভেদাভেদ।
সাত থেকে দুই বিয়োগ দিলে হয় কমে তা পাঁচ
বিয়োগ যখন আসে ঘরে পায় কি সবাই আঁচ?
মৃত্যুবিয়োগ, অর্থবিয়োগ, বিয়োগ আছে প্রেমে
যোগ আর বিয়োগ অংক কষে যায় বাঁধা এক ফ্রেমে?
যোগ যখন হয় কেউ ভাবে না বিয়োগ আছে পাশে
যোগ বিয়োগের খেলা দেখে গুণ আর ভাগে হাসে।
জুতোর কথা
সবাই চেনে, সবাই জানে, খুব চেনা নাম জুতো
সবার পায়ে পায়ে ঘুরে খায় হোঁচট আর গুতো।
সেবক হয়ে নিত্যদিনই পায়ের তলায় থাকে
অনুগত, তাই করি খুব অবহেলা তাকে।
তুচ্ছ ভেবে রাখি নীচে, রাখি ঘরের কোনে
কেউ তাকে না গোনে।
চকচকে ঐ জুতো পায়ে সবাই যখন বাবু
পায়ের চাপে চাপে জুতোর অবস্থা হায়, কাবু।
দৌড়ে বেড়াই জুতো পায়ে. কিংবা ছুটি জোরে
কঁকিয়ে ব্যথায় জুতো বলে – শোন তোরা শোন ওরে,
তোদের সেবায় নেই প্রতিদান আমরা সবাই জানি
তবুও ভালোবাসি তোদের মাথায় তুলে টানি
লেপ্টে থাকি পায়ের সাথে তাই বলে নেই দাম?
দোহাই লাগে, থাম।’
জুতোর কথা কে বলো আর ভাবে?
ছিঁড়বে জুতো, কিনবে আবার, দোকান গেলেই পাবে।