একটি ধানে তােমার নাম-জয়দীপ চট্টোপাধ্যায়

By Published On: July 11, 2021Views: 352

একটি ধানে তােমার নাম

-জয়দীপ চট্টোপাধ্যায়

 

হাসিমুখে গােপন করাে অনেক কথা
অনেক দূরেও থেকে আমি বুঝতে পারি
তােমার সঙ্গে দেখা আমার ভার্চুয়াল ।
রােজ গুঁড়িয়ে দিচ্ছেজীবন অতিমারী।

তুমি আমায় জোগাও সাহস যুদ্ধজয়
প্রতিদিনের যাপন যেন যন্ত্রণার
স্বজন-সখা হারিয়ে মানুষ বিষাদময়
দুঃসহদিনবন্দীজীবন পারাপার।

প্রবাসজীবন কাজের মধ্যে ডুবে থাকো
সুস্থ থেকো,সবুজ থেকো, প্রার্থনা
কালােদিন যতােইনিকষ দীর্ঘ হােক
মেলবোেনানতুন উষায় কল্পনা।

এতােদূরেও থেকে তুমি আছাে পাশে
শ্বাস-প্রশ্বাসদমক তােমার বুঝতে পারি
অন্তর্জাল সংযােগের এই সময়কথা
সৃজন ছুঁয়ে কাব্যকলা আশাবরী।

সংগ্রামী এক কঠিন জীবন পল্লবিত
তােমার ছায়ায় অনেক মানুষ বৃন্দগান
অতীত নয় সামনে চলারশপথ আজ
লিখলাম তাই একটি ধানে তােমার নাম।

সন্ধে আমার তােমার দেশে মধ্যরাত
ঘড়ির কাঁটা যে যার মতাে ঘুরেই চলে
এক আকাশের নিচে তবুআমরা আছি
তােমায় ভেবে একলা আমার দিন যে কাটে।

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Nandik Shop