আমার ডেল্টা প্রেম
(রোগশয্যার পাঁচালি)
লুকোচুরির ছোঁয়াছুঁয়ির কাহিনী – উপসংহারে টুকরো চিন্তা
“আইলারে নয়া দামান
আসমানেরই তেরা
বিছানা বিছাইয়া দেও
হাইল ধানের নেরা গো….”
২০২১ সালের শেষার্ধে ভাইরাল হল ভিডিও।
পরেই আবার বীম, ব্রাজিলে ডাক্তার নার্সের দল মিলে খোলা রাজপথে উদ্দাম নেচে চলেছে। ধীরে ধীরে সারা বিশ্বে হাসপাতালের ভিতরে হাসপাতালের বাইরে করিডোরে নাচ।
প্রথমটায় আমিও চমকে গেছিলাম, গম্ভীর স্নায়ু টান টান অভিনিবেশে বিশ্বব্যাপী ডাক্তার নার্স হাউজ কীপিং সাপোর্ট ষ্টাফ রাত দিন এক করে বিশ্বমারী কোভিড-১৯ ভাইরাসের মৃত্যুপ্লাবনের বিরুদ্ধে লড়াই করে চলেছে, নিজেরাও মরছে অনেক, তবুও রণক্ষেত্র ছাড়ছেনা, এদের এই কি বাচালতা নাচ গান হৈ হুল্লোড় কি মানায়?
পরেই মনে হল আমি অবসন্ন ক্লান্ত দেহে যখন কাজের চাপে এক এক সময় মস্তিষ্ক আর কাজ করেনা, তখন হয় ন্যাপ নয় গান চালিয়ে চোখ বুজে শুয়ে রিফ্রেশ হই৷ সুর দেহ মন স্নায়ুকে সপ্রাণ করে তোলে, আর নাচ দেহের পেশী, ধমনীতে রক্তচলাচল স্বাভাবিক করে তোলে।
ব্রাভো! ড ক্ স, নাইটিঙ্গেলস, হাউস কীপারস, সাপোর্ট ষ্টাফ, তোমরা জীবন সৈনিক রাতদিন এক করে জীবনের সীমান্ত রেখা প্রসারিত করে চলেছ, আনন্দে তোমাদের হক্ আছে, অধিকার আছে, অহংকারের দাবি আছে।
করোণা রোগী সুস্থ করে ঢাকার হাসপাতালের নাচ আমার কাছে অমৃতসমান.
শুধু ঢাকা নয়, বিশ্বব্যাপী যোদ্ধাদের নাচ আমি দেখতে চাই৷
“আইলারে নয়া দামান
আসমানেরি তেরা,
বিছানা বিছাইয়া দেও
হাইল ধানের নেরা গো…”
শ্রীহট্টের বিখ্যাত বিয়ের গানের কলি কটি বেজে চলেছে আর
—-সাউন্ড সিষ্টেমে নাচছে কয়েকজন ডাক্তার নার্স হাসপাতালের করিডোরে।
এ দৃশ্য আমার প্রিয়।
প্রতিটি হাসপাতালেই এই অকুতোভয় বীর যোদ্ধাদের চিত্ত বিনোদনের ছোট্ট অডিটোরিয়াম থাকা অতি আবশ্যিক।
সবাই মিলে, সুস্থ রোগী সহ, সহ যোদ্ধারা আনন্দ করুক প্রতিদিন।
তাতে কর্মদক্ষতা, আত্ম বিশ্বাস, অভিনিবেশ বেড়ে আখেরে হাসপাতালের সুনাম বাড়বে বই কমবেনা। একটা সুখানুভুতির আবেশ থাকুক হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রনের মিষ্টি পরিবেশের মত।
সব্বাই আনন্দে থাকুক। আনন্দময় হোক সারাবিশ্ব।