আজ ১০ই অক্টোবর ২০২৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় “কবি হেলাল হাফিজ স্মরণানুষ্ঠান”। কবি হেলাল হাফিজের স্মরণে নান্দিকের সুন্দর এই আয়োজনে উপস্থিত হন বন্ধু সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী। ভালোবাসার কথা কবিতা ও গানের মাধ্যমে নান্দিকের এই আয়োজনের শিরোনাম “কবিতালাপ”। কবিতা শুধু নয়, মানুষ হেলাল হাফিজকে ভালোবেসেছেন অসংখ্য মানুষ। তাঁর ভক্তের সংখ্যা আকাশ ছোঁয়া। সবাই মিলে কবি হেলাল হাফিজকে পাঠ করা হয়- তাঁর কথায়, কবিতায়। শুধু তাই নয়, কবির বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও কথার স্মৃতিচারণও হয়।
নান্দিকের পক্ষ থেকে কথা বলেন, নান্দিক সম্পাদক কবি ইসমত শিল্পী। হেলাল হাফিজের কবিতার আবৃত্তি করেন- মোঃ শওকত আলী, হ্যাপি, সোনিয়া, নিষাদ আফসারী রশীদ কামাল, রুশ্নী। নৃত্য পরিবেশনে শেখ নির্জনতা হাসান এবং কথালাপে ড. গোলাম মোস্তফা সহ জোবায়ের মিলন তুলে ধরেন কবির জীবন ও কবিতা।
কথা যেন শেষ হয় না। সময়ের ভারাক্রান্ত সন্ধ্যা ঘনিয়ে আসে, আমরা ফিরে না আসতে পারা মানুষের মাঝে কবি ঘনিভূত হয়। শরতের শুক্রবারের বৃষ্টি উপেক্ষা করে কবি হোলাল হাফিজ যেন আরো ঘন হয়ে উপস্থিত হন এই আয়োজনে। প্রগাঢ় ভালোবাসা ও অনুভবের বহরে যুক্ত হতে থাকে একের পর এক স্মৃতির পাতা। কবি ইসমত শিল্পী তাঁর কথায় উল্লেখ করেন, আসলে হেলাল হাফিজ আরো বেশি বিস্তৃতি লাভ করবে সামনের সময়ে। যত দিন যাবে ততই আঁকড়ে থাকার বাসনা পূর্ণতা পেয়েছে তাঁর চলে যাওয়াতে। তাঁর স্মরণে নান্দিকের এই ছোট্ট সুন্দর আয়োজনে সুদূর ভারত থেকে কবির কবিতা পাঠ করে যুক্ত হন নান্দিকের বিশেষ শুভাকাঙ্ক্ষী অনীত রায়। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন নান্দিকের উল্লেখযোগ্য সদস্য সুদীপ্ত, সৌম ও মার্টিন।