নান্দিক-এর বিশেষ আয়োজন  “নান্দিক সন্ধ্যা”

By Published On: July 3, 2022Views: 385

২ জুলাই ২০২২ শনিবার, বিকাল ৫টায় পাঠক সমাবেশ কেন্দ্র, কাঁটাবন- এ নান্দিক এর বিশেষ আয়োজন “নান্দিক সন্ধ্যা”, বিশিষ্ট শিশু সাহিত্যিক অনুবাদক হায়াৎ মামুদ এর ৮৩তম জন্মদিন উপলক্ষে, কথা কবিতা ও গান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নান্দিক এর ‘কবিতা-ভাবনা’ বিষয়ক জুন ২০২২ ৬ষ্ঠ র্ব্ষ ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গবেষক জনাব গোলাম কুদ্দুছ। বিশেষ আলোচনায় ছিলেন নাট্যজন মামুনুর রশীদ ও প্রখ্যাত অনুবাদক জাভেদ হুসেন।

বিশিষ্ট শিশু সাহিত্যিক হায়াৎ মামুদ- এর ৮৩তম জন্মদিন উপলক্ষে অধ্যাপক হায়াৎ মামুদের ওপর বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক সাহিত্যিক সরকার আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন- নান্দিক এর সম্পাদক কবি ইসমত শিল্পী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নান্দিকের সদস্য ফারহানা তাসনিম হ্যাপী, রফিক সাদী এবং কবিতা পাঠ করেন কবি লিলি শেঠ।

এ ছাড়াও অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ ও গান অনুষ্ঠিত হয়।

সবশেষে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন ড. সন্দীপক মল্লিক। তিথি মজুমদারের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় নান্দিক সন্ধ্যা।

Share:
0 0 votes
Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Nandik Shop